এডুকেশন টাইমস ডেস্ক: অবশেষে শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেছেন হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ সুনির্মল রায়। রোববার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।
সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে পদত্যাগ প্রসঙ্গে তিনি কালবেলাকে বলেন, যেখানে কাজের পরিবেশ নেই সেখানে তিনি থাকতে চান না। তাই পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। যে ছেলে তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে কিছুদিন পূর্বে তারা ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন।
শিক্ষার্থীরা জানান, নতুন করে দেশের প্রেক্ষাপট পরিবর্তনের পর থেকেই গত এক সপ্তাহ ধরে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে। এর মধ্যে শিক্ষার্থীরা, ক্যাম্পাসের সামনে বিক্ষোভ, অবস্থান ধর্মঘট ও অধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে। এসব কর্মকাণ্ডের পর অধ্যক্ষ কলেজে না গিয়ে নিজেকে বাঁচাতে মন্ত্রণালয়ে দৌড়ঝাঁপ শুরু করেন। ঘোষণা করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা। এসব করেও শেষ পর্যন্ত রক্ষা পেলেন না অধ্যক্ষ সুনির্মল রায়।
শিক্ষার্থীরা আরও জানান, অধ্যক্ষ সুনির্মল রায় আ.লীগের প্রভাব খাটিয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করে আসছিলেন। সব শিক্ষার্থীর এক দফা দাবি ছিল পদত্যাগ। অবশেষে শিক্ষার্থীদের তোপের মুখে অধ্যক্ষ পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।
এসএস/
মন্তব্য করুন