শাবিপ্রবি প্রতিনিধি: অমরপুর, খিলপাড়া, চাটখিল ও নোয়াখালীর এলাকার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা প্রদান করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গণিত বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশন। অমরপুর সমাজসেবা সংস্থার মাধ্যমে এই অর্থ সহায়তা দেওয়া হয়।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য এস এম সাইদুর রহমান।
তিনি জানান, গণিত বিভাগের এলামনাইদের নির্দেশনা অনুযায়ী বন্যায় ক্ষতিগ্রস্ত আয়ের উৎসহীন ৫০টি পরিবারের মাঝে ২ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।
এরকম সুন্দর উদ্যোগের জন্য গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে অমরপুর সমাজসেবা সংস্থা।
এই বিষয়ে গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, আমরা ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ সহায়তা প্রদান করেছি। বন্যায় অনেক ক্ষয় ক্ষতি হয়েছে। সামাজিক দায়বদ্ধতা থেকেই গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়ের উৎসহীন বন্যায় ক্ষতিগ্রস্তদের এই সহায়তা প্রদান করেছে।
এসআই/
মন্তব্য করুন