এডুকেশন টাইমস
১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খুবি রিসার্চ সোসাইটি আয়োজিত কর্মশালায় প্রফেসর রেজাউল করিম

এডুকেশন টাইমস ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির আয়োজনে ‘মাস্টারিং ইওর থিসিস: ফ্রম ড্রাফট টু ডিফেন্স’ শীর্ষক এক কর্মশালা আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সকালে এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণামনষ্ক হওয়া উচিত। শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণামুখী কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয় যেমনি এগিয়ে যায়, তেমনি বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদের এগিয়ে নেওয়া যায়। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়কে র‌্যাঙ্কিংয়ে মর্যাদাপূর্ণ অবস্থানে নিতে গবেষণার দিকে অধিক গুরুত্ব দিতে হবে। বাংলাদেশে গত কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিংয়ের বিষয়ে অ্যাক্রেডিটেশন কাউন্সিল কাজ করছে। এজন্য বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান প্রোগ্রামগুলোকে অ্যাক্রিডেট করাতে হবে। তথ্যভিত্তিক রিসার্চ, কোয়ালিটি কারিকুলাম সব কিছুই এতে চিহ্নিত করা হয়। যার ওপর ভিত্তি করে অ্যাক্রেডিটেশন দেওয়া হয়। পরে তাদেরকে র‌্যাঙ্কিংয়ের আওতায় আনা হয়। বাংলাদেশে এখন কোনো বিশ্ববিদ্যালয় নিজ দেশের র‌্যাঙ্কিংয়ে নাই। নিজ দেশের র‌্যাঙ্কিংয়ে না থাকার কারণে উচ্চশিক্ষার জন্য বিদেশে গেলে নানা ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। এজন্য সবার আগে বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামগুলোকে অ্যাক্রেডিটেশনের আওতায় এনে নিজ দেশের র‌্যাঙ্কিংয়ে স্থান পাওয়া জরুরি।

প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, এই কর্মশালায় যে দুজন কি-নোট স্পিকার রয়েছেন, তারা তাদের নিজস্ব গণ্ডি পেরিয়ে অনেক উচ্চ পর্যায়ে কাজ করছেন। তাদের সংস্পর্শে এসে অর্জিত জ্ঞান শিক্ষার্থীরা ব্যক্তিগত ও পেশাগত জীবনে কাজে লাগাতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি এ ধরনের কর্মশালা আয়োজনের জন্য খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. সেলিনা আহমেদ ও একই ডিসিপ্লিনের প্রফেসর ড. সঞ্জয় কুমার চন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানের পর কর্মশালায় কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির উপদেষ্টা ও অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নাসিফ আহসান এবং খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির উপদেষ্টা ও ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নাজমুস সাদাত।

এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালায় স্পন্সর ছিল কম্পিউটার ক্যাফে, মিডিয়া পার্টনার খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এবং ফটোগ্রাফি পার্টনার দ্বিপাক্ষিক।

এসএস/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিওয়াইবি জবি শাখার নেতৃত্বে ইস্রাফিল ও লাভলু

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে বাংলাদেশে ২য় স্থানে চবি

কুবিতে সিওইউ সাইক্লিস্টের নতুন নেতৃত্বে মামুন- রাকিন

শিক্ষা ও গবেষণায় সৌদি ফাউন্ডেশনের বৃত্তি, দেবে ৬০ লক্ষাধিক টাকা

ক্যান্টিনের খাবারের দাম এবং মান নিয়ে অস্বস্তিতে বুটেক্স শিক্ষার্থীরা

শাবিতে মাস্টারমাইন্ড ২.০ শীর্ষক ‘ন্যাশনাল কেস কম্পিটিশন’ উদ্বোধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় পাটাতনের নেতৃত্বে মাসুম-সায়েম

শাবিতে গনহত্যায় অর্জিত স্বাধীনতা শীর্ষক চিত্র প্রদর্শনী

এডিবি থেকে ৪০ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

বিশ্বের ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

১০

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে বিকাশ

১১

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন পাকিস্তান সরকারের

১২

গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন: শফিকুল আলম 

১৩

৪৬ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়: প্রাপ্তি, প্রত্যাশা ও সংকট

১৪

বাকৃবির ফজলুল হক হলে তিন দিনের ফিস্টে উৎসবের আমেজ

১৫

জুরাইনে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ, ট্রেন চলাচল বন্ধ 

১৬

জানা গেলো পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলাচলের তারিখ

১৭

অভিজ্ঞতা ছাড়াই ২৫০০০—৩০০০০ বেতনে চাকরি আরএফএল গ্রুপে, দেবে ভ্রমণ ভাতাসহ নানান সুবিধাও

১৮

নিয়োগ দিচ্ছে বিএসআরএম গ্রুপ

১৯

যে কারণে ভারতে করিমগঞ্জের নাম বদলে শ্রী-ভূমি রাখা হলো

২০