শাবিপ্রবি প্রতিনিধি: ছাত্রদের হলের বাইরে থাকতে কষ্ট হচ্ছে, তাদের দ্রুত হলে ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) নব-নিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের সাথে যোগদান পরবর্তী মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি।
মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তীকালীন সময়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত প্রশাসক অধ্যাপক ড. বদিউজ্জামান ফারুকের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদিরের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন নব-নিযুক্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা ও শাবি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
উপ-উপাচার্য বলেন, ছাত্র – জনতার গনঅভ্যুত্থানের পর দেশে সবাই মত প্রকাশের স্বাধীনতা ফিরে পেয়েছেন। দীর্ঘ দিন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা বিরাজ করতেছে। আমাদের প্রধান দায়িত্ব এই মুহূর্তে শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে নেয়া। ছাত্রদের বাইরে থাকতে কষ্ট হচ্ছে, তাদের দ্রুত হলে ফিরিয়ে আনাই এখন আমাদের প্রথম লক্ষ্য।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের জন্য কাজ করে তারা যেন আরও দায়িত্বশীলতার সাথে কাজ করতে পারে সেদিকে দৃষ্টি দিতে হবে। সাংবাদি্কেরা সত্য, ন্যায়ের পক্ষে কাজ করে সেই আহ্বান থাকবে। এসময় তিনি শিক্ষকদেরকে আরও গবেষণা মুখী হওয়ার আহবান জানান।
নবনিযুক্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো ইসমাইল হোসেন বলেন, আমরা চাই দ্রুত সময়ের মাঝে ক্লাস পরীক্ষা শুরু করে দেয়া। শিক্ষার্থীরা বিভিন্ন মেসগুলোতে মানবেতর জীবনযাপন করছে তাদেরকে হলগুলোতে পুনর্বাসন করা এখন সময়ের দাবি। ইতোমধ্যে হলে পুনর্বাসনের সমস্যা সমাধান কমিটি গঠন করা হয়েছে। আশা করি সকল প্রতিকূলতা দূর করে আমরা দ্রুত সময়ের মাঝে শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে পারবো।
উল্লেখ্য, গত ২৬ আগস্ট হলে ছাত্রলীগের দোসর আছে এই সন্দেহে এলাকাবাসী শিক্ষার্থীদের হল ত্যাগে বাধ্য করে। নতুন করে ছাত্রদের হলে তুলতে অন্তবর্তীকালীন প্রশাসনের একটি আহবায়ক কমিটির কাজ চলমান রয়েছে।
এসএস/
মন্তব্য করুন