জাককানইবি প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পাহাড়িদের হামলার প্রতিবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।আজ বিকেল চারটার সময় বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে আদিবাসীদের উপর নির্বিচারে হামলার প্রতিবাদ জানানো হয় এবং প্রশাসনকে জড়িতদের দ্রুত সময়ে বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়।
আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বেশ-কয়েকজন আদিবাসী শিক্ষার্থী। এসময় তারা বলেন, আদিবাসীরা আলাদা রাষ্ট্র চাই না আমরা আমাদের অধিকার চাই, আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে নই আমরা সেনা শাসনের বিরুদ্ধে। পার্বত্য চট্টগ্রামে এ ধরনের ঘটনা নতুন নয়। আমরা পাহাড়িরা বারবার বলে এসেছি পাহাড়ের সমস্যাকে জিইয়ে রাখার কারণেই পার্বত্য চট্টগ্রামের জুম্মদের ওপর এ ধরনের হামলা বারংবার সংঘটিত হচ্ছে। আমরা চাই খাগড়াছড়ির দীঘিনালাসহ রাঙ্গামাটি এবং পুরো পাহাড়ে জুম্মদের নিরাপত্তা সহ তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পার্বত্য সমস্যার রাজনৈতিক সমাধানের জন্য অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হোক।
আদিবাসি সম্প্রদায়ের উপর বয়ে আসা বৈষম্যের প্রতিবাদ জানিয়ে আরেক শিক্ষার্থী বলেন, মূলত পাহাড়ের আদিবাসীদের প্রান্তিক থেকে প্রান্তিক করার জন্যই এ ধরনের চেষ্টা সব সময় করা হয়েছে। কিন্তু এসব সংঘটনের মধ্যে আসলে কারও লাভ নেই। আমরা আশা করব, রাষ্ট্রের নীতি নির্ধারকদের শুভ বুদ্ধির উদয় হবে এবং পাহাড়ের আদিবাসীদের সমস্যাকে গভীরভাবে অনুধাবন করে এ সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। অন্যথায় পাহাড়ের জুম্ম ছাত্রসমাজ তাঁদের বিরুদ্ধে হওয়া মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে রুখে দাঁড়াবেই।’ সেই সাথে পাহাড়ে সেটেলারদের যাদের জমি এবং রেশনের কথা বলে পাহাড়ে নির্বাসন করা হয়েছিলো তাদের সমতলে সসম্মানের সহীত স্থানান্তর করতে হবে ।
উল্লেখ্য যে গতকাল বৃহস্পতিবার খাগড়াছড়ির দীঘিনালা ও সদর উপজেলায় আদিবাসী ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ হয় এতে তিনজন নিহত সহ আহত হয়েছেন অন্তত ১৭ জন এতে আহতদের মধ্যে চারজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা যায়।
এসএস/
মন্তব্য করুন