মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ড এখন শরতের সাদা কাশফুলে মুখরিত। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনন্য মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে। সেন্ট্রাল ফিল্ডের বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে আছে কাশফুলের সমারোহ। কাশফুলের টানে স্থানীয়দের ভিড় জমছে। বিশেষ করে আজ (২০ সেপ্টেম্বর ২০২৪) প্রায় ৫ শতাধিক লোক এখানে আসেন। সন্ধ্যার পরেও উঠতি বয়সী তরুণদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
এই অবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতা বৃদ্ধি পেয়েছে। সরকার পতনের পর প্রক্টরিয়াল বডির সদস্যরা পদত্যাগ করলে শিক্ষা প্রতিষ্ঠানটির নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। সহকারী প্রক্টর মেরিনা খাতুন চলতি প্রক্টরের দায়িত্ব পালন করলেও গত ২ সেপ্টেম্বরে তিনিও পদত্যাগ করেন। ফলে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক দুর্বলতা বৃদ্ধি পেয়েছে।
বহিরাগতদের অবাধ বিচরণে শিক্ষার্থীরা নিজেদের অনিরাপদ বোধ করছে। তারা দাবি করছেন, প্রশাসনিক অচলতা ও নিরাপত্তা ব্যবস্থার অভাবে ক্যাম্পাসে অপরাধমূলক ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
শিক্ষার্থীরা জানান, কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে আসা মানুষজনের ভিড় স্বাভাবিক। তবে এই পরিস্থিতিতে মানুষজনের ভিড়ে আমরা নিজেদের অস্বস্তি বোধ করছি। বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতা দূর করতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা জরুরী।
এএকে /
মন্তব্য করুন