এডুকেশন টাইমস
২২ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে গবি শিক্ষার্থীদের মশাল মিছিল

গবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ (জাবি) দেশজুড়ে ঘটে যাওয়া বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহতের প্রতিবাদে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা।

রবিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের জ্ঞানের প্রবেশদ্বার (বাইশ মাইল গেট) থেকে পদযাত্রা শুরু করে নবীনগর জাতীয় স্মৃতিসৌধের সামনে সমবেত হন তারা। এ সময় শিক্ষার্থীরা সুষ্ঠু বিচার এবং কাঠামোগত সংস্কারের স্লোগান দিতে থাকেন।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া এসব ঘটনার দিকে ইঙ্গিত করে শিক্ষার্থীরা বলেন, এ ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড দেখার জন্য আপামর জনতা জীবন দেয়নি। সমগ্র দেশে খুব দ্রুত সম্প্রীতি ফিরিয়ে আনতেই হবে, অন্যথায় বিপ্লব বেহাত হবে।

বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী নাসিম বলেন, “এক চিহ্নিত ফ্যাসিস্টের পতন ঘটানো সম্ভব হয়েছে অভ্যুত্থানের মাধ্যমে। এখন নব্য যে ফ্যাসিবাদের উত্থান, তাও শক্ত হাতে রোধ করতে হবে। দ্রুতই সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে দেশে অবনমিত শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাষ্ট্রযন্ত্রকে মনোযোগী হতে হবে। যারা আইন নিজের হাতে তুলে নিচ্ছেন, তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

ঢাবি-জাবিতে ঘটে যাওয়া মব জাস্টিসের নিন্দা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী দেওয়ান ফয়সাল জানান, “সারাদেশে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ ফ্যাসিবাদী আওয়ামী এবং ভারতীয় ইন্ধন। সাংবিধানিক সংস্কারের মাধ্যমেই জনগণের রাষ্ট্র জনতার হাতে ফিরিয়ে দিতে হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য জাতীয় ঐক্যের বিকল্প নেই। এই মুহূর্তে সচেতন সকল জনগণকে নব্য ফ্যাসিবাদের উত্থান ঠেকিয়ে জাতীয় ঐক্যে পৌঁছাতে হবে। দেশে কোনো রকম নৈরাজ্যের প্রশ্রয় দেওয়া চলবে না।”

উল্লেখ্য, প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে রাত সাড়ে আটটায় কর্মসূচি শেষ হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী সহ স্থানীয় প্রতিবাদী ছাত্র-জনতা সংহতি জানিয়ে উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এসএস/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিওয়াইবি জবি শাখার নেতৃত্বে ইস্রাফিল ও লাভলু

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে বাংলাদেশে ২য় স্থানে চবি

কুবিতে সিওইউ সাইক্লিস্টের নতুন নেতৃত্বে মামুন- রাকিন

শিক্ষা ও গবেষণায় সৌদি ফাউন্ডেশনের বৃত্তি, দেবে ৬০ লক্ষাধিক টাকা

ক্যান্টিনের খাবারের দাম এবং মান নিয়ে অস্বস্তিতে বুটেক্স শিক্ষার্থীরা

শাবিতে মাস্টারমাইন্ড ২.০ শীর্ষক ‘ন্যাশনাল কেস কম্পিটিশন’ উদ্বোধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় পাটাতনের নেতৃত্বে মাসুম-সায়েম

শাবিতে গণহত্যায় অর্জিত স্বাধীনতা শীর্ষক চিত্র প্রদর্শনী

এডিবি থেকে ৪০ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

বিশ্বের ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

১০

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে বিকাশ

১১

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন পাকিস্তান সরকারের

১২

গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন: শফিকুল আলম 

১৩

৪৬ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়: প্রাপ্তি, প্রত্যাশা ও সংকট

১৪

বাকৃবির ফজলুল হক হলে তিন দিনের ফিস্টে উৎসবের আমেজ

১৫

জুরাইনে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ, ট্রেন চলাচল বন্ধ 

১৬

জানা গেলো পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলাচলের তারিখ

১৭

অভিজ্ঞতা ছাড়াই ২৫০০০—৩০০০০ বেতনে চাকরি আরএফএল গ্রুপে, দেবে ভ্রমণ ভাতাসহ নানান সুবিধাও

১৮

নিয়োগ দিচ্ছে বিএসআরএম গ্রুপ

১৯

যে কারণে ভারতে করিমগঞ্জের নাম বদলে শ্রী-ভূমি রাখা হলো

২০