মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ যোগদানের দ্বিতীয় কর্মদিবসেই শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় বসেছেন। এই সভায় বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন বিভাগের সমস্যা নিয়ে শিক্ষার্থীদের সাথে বিস্তারিত আলোচনা করা হয়।
শিক্ষকদের ক্লাস বর্জন করে ভিসি অফিসে সময় কাটানোর অভিযোগের প্রেক্ষিতে ভাইস চ্যান্সেলর ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, “ভিসির কাছে শিক্ষকরা আসবেনই, যদি যৌক্তিক কারণ হয়। শিক্ষার্থীরাও আসবে, যদি যৌক্তিক কারণ হয়। তবে প্রয়োজন ছাড়া আসা উচিত না। বিশেষ করে অফিস টাইমে এমনটা করা ঠিক নয়।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের সমস্যা সমাধানে আমি সর্বদা প্রস্তুত, যদি সেটা যৌক্তিক হয়।”
শিক্ষার্থীরা ভাইস চ্যান্সেলরের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আশা করছেন, নতুন ভাইস চ্যান্সেলরের নেতৃত্বেবিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত হবে।
এএকে /
মন্তব্য করুন