জাককানইবি প্রতিনিধি: দীর্ঘদিন পর সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের এবং স্নাতকোত্তর সম্পন্নকারী শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসন।
আজ ২৪ সেপ্টেম্বর(মঙ্গলবার) ২০২৪, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের প্রাধ্যাক্ষ অধ্যাপক ড. সাইফুল ইসলাম কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি তে জানানো হয় যে, বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী স্নাতকোত্তর সম্পন্ন করেছে এবং যে সকল বিভাগে স্নাতকোত্তর চলমান নেই সেই সকল বিভাগের স্নাতক সম্পন্নকারী শিক্ষার্থীদের আগামী ৩০/১০/২০২৪ তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃক সকল পাওনা পরিষোধ পূর্বক হলের বরাদ্দকৃত আসন বাতিল করে হল ত্যাগের নির্দেশ দেওয়া হলো।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয় যে, যে সকল শিক্ষার্থী আবাসিক নয় এমন অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের আগামী ৩০/১০/২০২৪ তারিখের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হলো। এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সংযুক্ত ২০২২ ২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ব্যতীত অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের হলের সীট বরাদ্দের জন্য আগামী ৮/১০/২০২৪ তারিখের মধ্যে ২ কপি পাসপোর্ট ছবি এবং সদ্য শেষ হওয়া সেমিস্টারের মার্কসীট সহ আবেদন করার জন্য আহ্বান জানানো হয়।
উল্লেখ্য যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্তৃক সীট দখল, সীট বাণিজ্য ইত্যাদির কারণে দীর্ঘদিন ধরে আবাসিক হলে থাকার অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল সাধারণ শিক্ষার্থীরা । গত ৫ আগস্ট সরকারের পদত্যাগের পর আত্মগোপনে চলে যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতৃবৃন্দ। এরপর ক্যাম্পাস চালু হলে হলে অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের নিয়ে আলোচনা ও সমালোচনা তৈরি হয় অনেক শিক্ষার্থীদের মাঝে। তার প্রেক্ষিতে আবাসিক হলগুলোতে নতুন করে প্রাধ্যাক্ষ নিয়োগের পর বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসন কর্তৃক এমন সিদ্ধান্ত গৃহীত হয়।
এসএস/
মন্তব্য করুন