মাভাবিপ্রবি প্রতিনিধি:
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শ দান কেন্দ্রের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ফজলুল করিম।
যোগদানের প্রথম কর্মদিবসেই শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করলেন ড. মো. ফজলুল করিম। মতবিনিময়ে তিনি সর্বপ্রথম বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি শিক্ষার্থীদের সমস্যাগুলো নিয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
ড. মো. ফজলুল করিম বলেন, আমি চাই ছাত্র-শিক্ষক একটা ফ্রেন্ডলী সম্পর্ক তবে এটা করতে যেয়ে শিক্ষক যেন আহত না হয় এ দিকটা ছাত্রদের খেয়াল রাখতে হবে। মানুষ ভুলের উর্ধ্বে না, কাজ করতে যেয়ে মত পার্থক্য থাকবেই, সমালোচনাও থাকবে তবে সমালোচনাগুলো যেম নান্দনিক হয়। শিক্ষার্থীদের জন্য Door is open, যেকোনো সমস্যা নিয়ে তারা আমার সাথে কথা বলতে পারে। আমাদের সীমাবদ্ধতা আছে তবে প্রচেষ্টার ঘাটতি হবে না।
এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শ দান কেন্দ্রের প্রতি নিজেদের আশা- আকাঙ্খাগুলো ব্যক্ত করেছেন। নতুন পরিচালকের নেতৃত্বে কেন্দ্রটি শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে আরও বেশি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এএকে /
মন্তব্য করুন