গবি প্রতিনিধি: আন্তর্জাতিক অঙ্গনে বারংবার খ্যাতির স্বাক্ষর রেখে চলেছে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) মেডিকেল ফিজিক্স ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারি বিভাগের প্রভাষক মোঃ মোখলেছুর রহমান। ২০০১ সালে প্রতিষ্ঠিত এশিয়া-ওশেনিয়া ফেডারেশন অফ অর্গানাইজেশন ফর মেডিকেল ফিজিক্স (AFOMP) থেকে ২০২৪ সালে তার দুটি গবেষণা পত্র আন্তর্জাতিক মঞ্চে উপস্থাপনের জন্য সম্মানজনক ট্রাভেল এ্যাওয়ার্ড অর্জন করেছেন।
আগামী ১০ অক্টোবর মালয়েশিয়ার পেনাং শহরে অনুষ্ঠেয় দুটি আন্তর্জাতিক সম্মেলনে তিনি তাঁর গবেষণা পত্র উপস্থাপন করবেন। “Revolutionising Patient Care through Medical Physics” – এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে অনুষ্ঠিত হবে ২৪তম এশিয়া-ওশেনিয়া কংগ্রেস অফ মেডিকেল ফিজিক্স (AOCMP) এবং ২২তম সাউথ-ইস্ট এশিয়া কংগ্রেস অফ মেডিক্যাল ফিজিক্স (SEACOMP)।
মোঃ মোখলেছুর রহমান’র গবেষণা পত্র দু’টি হলো – ‘Advancements in Medical Physics: Illumination the Future of Healthcare in Bangladesh’ এবং ‘Evaluation of Dosimetric Outcomes Using Retrospectively Establishment CTV-PTV Margins for Brain and Head and Neck Cancer Radiotherapy’
উচ্ছ্বসিত মোঃ মোখলেছুর রহমান এডুকেশন টাইমস’কে জানান, “গণ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক মঞ্চে দাঁড়াতে পেরে আমি গর্বিত। এই সুযোগের মাধ্যমে আমি শুধু নিজের নয়, আমার প্রিয় বিশ্ববিদ্যালয় ও দেশের সম্ভাবনাকেও তুলে ধরব। আমি আশাবাদী গবির উদীয়মান প্রতিভাধর গবেষকগণ তাদের অক্লান্ত পরিশ্রম ও মৌলিক গবেষণার মাধ্যমে এক দিন এই প্রতিষ্ঠানটিকে দেশের সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষে সমাসীন করবে, যা হবে আমাদের সকলের জন্য পরম গৌরবের।”
উল্লেখ্য, এই সম্মেলনে বিশ্বের পাঁচ শতাধিক বিশেষজ্ঞের সমাগম ঘটবে। মেডিকেল ফিজিক্স থেকে শুরু করে রেডিওলজি, রেডিওথেরাপি, নিউক্লিয়ার মেডিসিন – নানা শাখার গবেষকরা এখানে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করবেন।
এসএস/
মন্তব্য করুন