এডুকেশন টাইমস
২ অক্টোবর ২০২৪, ৭:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘রাজনৈতিকভাবে সরকারের অধিকর্তাবৃন্দ স্থায়ী প্রশাসন কে নিয়ন্ত্রণ করে’

গবি প্রতিনিধি: ‘আধুনিক রাষ্ট্রে জনগণের মৌলিক মানবাধিকারের বিষয়গুলো সংবিধান সম্মত হলেও তা বাস্তবায়নের ক্ষেত্রে ব্যর্থতা পরিলক্ষিত হয়। আমরা জনপযোগী দক্ষ প্রশাসনের অভাব বোধ করে থাকি। এক্ষেত্রে প্রশাসন ও রাজনীতি উভয় ক্ষেত্রেই প্রতিষ্ঠানিকীকরণ প্রয়োজন। কেননা, রাজনৈতিকভাবে দলীয় সরকারের অধিকর্তাবৃন্দ সরকারের স্থায়ী প্রশাসনকে নিয়ন্ত্রণ করে থাকে’, বলেছেন গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) রাজনীতি ও প্রশাসন বিভাগের সভাপতি ড. মো: আলী আজম খান।

বুধবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সেমিনার কক্ষে সেন্টার ফর মাল্টিডিসিপ্লিনারী রিসার্চের উদ্যোগে আয়োজিত ‘গণতন্ত্রে সহনশীলতা’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, রাজনৈতিক দল প্রাতিষ্ঠানিকীকরণ প্রচেষ্টায় ব্যর্থ হওয়ায় দেশের রাজনৈতিক সংস্কৃতি পারস্পরিকভাবে বিরোধপূর্ণ ও সাংঘর্ষিক হয়ে উঠেছে। রাজনৈতিক নীতি ও আদর্শের ভিন্নতার কারণে দলগুলোর মধ্যে মতভেদ থাকাটাই স্বাভাবিক। যা গণতন্ত্রের প্রকৃত চিত্র। কিন্তু দলগুলোর নীতি ও আদর্শ কেন্দ্রিক পারস্পরিক তর্ক বিতর্কের সহনশীল মনোভাবের প্রচেষ্টা লক্ষ্য করা যায় না। দলগুলোর মধ্যে আন্তঃদলীয় সম্পর্ক এতটাই নীতি নৈতিকতাহীন যা প্রায়শই সংঘর্ষ মূলক হয়ে থাকে।

সেমিনারে রাজনীতি ও প্রশাসন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আতাউর রহমান খান বলেন, ভায়োলেন্স ছাড়া গণতন্ত্র হয় না। উপমহাদেশ গণতন্ত্র চিনতো না। এটা চিনিয়েছে ব্রিটিশরা। এইযে সহনশীলতার কথা বলা হচ্ছে অথচ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে খুব অসহনশীল হতে হয়েছে, হত্যা করতে হয়েছে। হত্যা তো সহনশীলতা হতে পারে না! গণতন্ত্র যে খুব আদর্শ রাজনৈতিক চিন্তা না সেটার উদাহরণ দেশের রাস্তা ঘাটে ভিক্ষুক দেখেই বোঝা যায়। গণতন্ত্রের বিপরীতে সব থেকে শক্তিশালী রাজনৈতিক চিন্তা হলো সাম্যবাদ। গণতন্ত্র দারিদ্র্য দূরে করে না, যদি করতেই পারতো আমাদের দেশে এত দারিদ্র্যতা থাকতো না। এটা পূঁজিবাদকে শক্তিশালী করে। সহনশীলতা জরুরী এবং সেটাই নিশ্চিত করতে হবে।

সেমিনারের উদ্যোগকে প্রশংসা করে সেন্টার ফর মাল্টিডিসিপ্লিনারী রিসার্চের গবেষণা সহযোগী ড. সমর কুমার হর বলেন, এই সেমিনারটি এই মুহুর্তে খুবই গুরুত্বপূর্ণ। রাজনীতিতে অসহনশীলতা বিদ্যমান। রাজনীতির বিভিন্ন পদ্ধতি আছে সেগুলো নিয়ে আগে আমরা ভাববো তারপর সেগুলো অবস্থান সম্পর্কে পরিষ্কার করবো। আমাদের মূল জায়গাটা রাজনৈতিক সহনশীলতা। আগে সহনশীল হতে হবে। এধরণের আলোচনা করতে করতেই মানুষ সচেতন হবে এবং বুঝতে পারবে কোনটা অধিকতর ভালো।

উক্ত সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসএস/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিওয়াইবি জবি শাখার নেতৃত্বে ইস্রাফিল ও লাভলু

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে বাংলাদেশে ২য় স্থানে চবি

কুবিতে সিওইউ সাইক্লিস্টের নতুন নেতৃত্বে মামুন- রাকিন

শিক্ষা ও গবেষণায় সৌদি ফাউন্ডেশনের বৃত্তি, দেবে ৬০ লক্ষাধিক টাকা

ক্যান্টিনের খাবারের দাম এবং মান নিয়ে অস্বস্তিতে বুটেক্স শিক্ষার্থীরা

শাবিতে মাস্টারমাইন্ড ২.০ শীর্ষক ‘ন্যাশনাল কেস কম্পিটিশন’ উদ্বোধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় পাটাতনের নেতৃত্বে মাসুম-সায়েম

শাবিতে গনহত্যায় অর্জিত স্বাধীনতা শীর্ষক চিত্র প্রদর্শনী

এডিবি থেকে ৪০ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

বিশ্বের ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

১০

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে বিকাশ

১১

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন পাকিস্তান সরকারের

১২

গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন: শফিকুল আলম 

১৩

৪৬ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়: প্রাপ্তি, প্রত্যাশা ও সংকট

১৪

বাকৃবির ফজলুল হক হলে তিন দিনের ফিস্টে উৎসবের আমেজ

১৫

জুরাইনে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ, ট্রেন চলাচল বন্ধ 

১৬

জানা গেলো পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলাচলের তারিখ

১৭

অভিজ্ঞতা ছাড়াই ২৫০০০—৩০০০০ বেতনে চাকরি আরএফএল গ্রুপে, দেবে ভ্রমণ ভাতাসহ নানান সুবিধাও

১৮

নিয়োগ দিচ্ছে বিএসআরএম গ্রুপ

১৯

যে কারণে ভারতে করিমগঞ্জের নাম বদলে শ্রী-ভূমি রাখা হলো

২০