এডুকেশন টাইমস
৫ অক্টোবর ২০২৪, ৯:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কেমন উপাচার্য চায় বুটেক্সের শিক্ষার্থীরা

বুটেক্স প্রতিনিধি: ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের একের পর এক পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্যদের পদত্যাগ করতে দেখা যায়। এবার গত বৃহস্পতিবার (৩ আগস্ট) শিক্ষার্থীদের ক্লাশে ফেরানোর কারণ দেখিয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান পদত্যাগ করেন। গত বছরের ৩০ এপ্রিল বুটেক্সের চতুর্থ উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। পদত্যাগের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাহিদা মোতাবেক তারা পরবর্তী কেমন উপাচার্য প্রত্যাশা করেন তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

পরবর্তী উপাচার্য কেমন চান বুটেক্স শিক্ষার্থীরা? সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে মতামত তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। তাদের মতামতে বর্তমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা উঠে আসে। চলুন শুনি তাদের কথা-

টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেনেন্স বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী মাহিন সাফা বলেন, আমরা এমন একজন ভাইস চ্যান্সেলর চাই যে শিক্ষার মান ও পরিবেশ সংস্কার এবং শিক্ষক-শিক্ষার্থীদের একতাবদ্ধ করে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতির জন্য কাজ করবেন। বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি বিবেচনায় অধিকাংশ শিক্ষার্থী একজন যোগ্য এবং দলীয় পরিচয় নিরপেক্ষ বিশেষজ্ঞকে ভিসি হিসেবে দেখতে চায়। বর্তমান সার্বিক পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীরা ভেতরের কোনো শিক্ষককে না চেয়ে বাহিরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে উপাচার্য পদে দেখতে চায়। একজন ভিসির অবশ্যই বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য এবং লক্ষ্যের পরিষ্কার ধারণা থাকতে হবে। তাকে গবেষণার নতুন নতুন ক্ষেত্র উন্মোচন করতে হবে। সেই সাথে গবেষণার প্রক্রিয়াকে আরও সহজ এবং বেগবান করতে হবে। তিনি সবার সঙ্গে কার্যকরভাবে যোগাযোগ করতে পারবেন এবং সম্মিলিতভাবে কাজ করতে সক্ষম হবেন। এমন কাউকে ভিসি হিসেবে চাই না যিনি শিক্ষকদের মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন। তার মধ্যে যেকোন জটিল পরিস্থিতি সমাধান করার দক্ষতা থাকা জরুরি। সর্বোপরি আমরা এমন একজন ভিসি চাই যিনি বুটেক্সকে সংস্কারের মাধ্যমে নতুনভাবে গড়ে তুলবেন। তিনি তার কাজের প্রতি নৈতিক দৃষ্টিভঙ্গি এবং স্বচ্ছতার মানদণ্ড বজায় রাখবেন। একজন ভালো ভিসি শিক্ষাগত উন্নয়ন, গবেষণা এবং ছাত্রকল্যাণকে অগ্রাধিকার দেবেন। এটাই শিক্ষার্থীদের প্রত্যাশা।

ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী ঈমাম রেজা আলী মুজাহিদ বলেন, বুটেক্সের চলমান পরিস্থিতিতে নতুন উপাচার্য কেমন হবে তা নিয়ে গঠনমূলক আলোচনা সময়ের দাবী। একটি বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডার চিন্তা করলে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে শিক্ষার্থী ও শিক্ষকদের মতামতকে সর্বোচ্চ গুরুত্বের সহিত বিবেচনা করা অতীব জরুরি। শিক্ষার্থীদের নানা আনঅফিশিয়াল জরিপ পর্যালোচনা করলে দেখা যায় বেশিরভাগ শিক্ষার্থী এক্সটার্নাল ভিসি চায়। এর পিছনে অন্যতম কারণ বুটেক্সের অভ্যন্তরীণ রাজনীতি এবং কেউ যাতে কোনোভাবেই বৈষম্যের শিকার না হয় সেটা নিশ্চিত করা। একটি সুন্দর সুষ্ঠু শিক্ষা পরিবেশ ফিরিয়ে আনতে সৎ, যোগ্য ও নিরপেক্ষ ভিসির বিকল্প নেই। এই পরিস্থিতিতে বেশিরভাগ শিক্ষার্থী এক্সটার্নালের উপর ভরসা করছে ইন্টার্নালের তুলনায়। শিক্ষার্থীদের এই এক্সটার্নাল ভিসি চাওয়ার যোক্তিক দাবীর সাথে আমিও একমত। যদিও ভিসি নিয়োগের এখতিয়ার মন্ত্রণালয়ের এবং মন্ত্রনালয়ের প্রতি সর্বোচ্চ সম্মান রেখে আমরা চাইবো শিক্ষার্থীদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখা হোক। যেহেতু শিক্ষার্থীদের দাবী দাওয়া পূরণে কার্যক্রম চলমান আছে তাই অতি সত্ত্বর এমন একজনকে দায়িত্ব দেয়া হোক যিনি খুব অল্প সময়ের মধ্যে শিক্ষার্থী ও শিক্ষকদের সহ সকল স্টেকহোলডারদের ন্যায্য দাবী দাওয়া পূরণ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে পারবেন।

ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী ইমরান খান ফাহিম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি অনুযায়ী টেক্সটাইল জ্ঞান সম্পন্ন একজন এক্সটার্নালকে উপাচার্য হিসেবে নেওয়ার প্রয়োজন বলে মনে করছি। একজন ভাইস চ্যান্সেলরের কিছু মৌলিক গুণাবলী থাকা আবশ্যক যেমন ভিসি হবেন সৎ, যোগ্য ও নিষ্ঠাবান। যিনি উপাচার্য হিসাবে আসবেন সর্বপ্রথম তিনি যেন শিক্ষার্থীবান্ধব হন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের টেকসই উন্নয়ন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সকল বিষয়ে নিরপেক্ষভাবে তত্ত্বাবধান ও মূল্যায়ন করার যোগ্যতা রয়েছে এমন উপাচার্যই চাই। এমন ভিসি বুটেক্সের হোক যিনি গার্মেন্টস ইন্ড্রাস্ট্রি এবং প্রথম বিশ্বের সাথে তাল মিলিয়ে আপডেটেড কারিকুলাম তৈরি করে সেশনজটমুক্ত একাডেমিক পরিবেশ পরিচালনা করবে। সেই সাথে গবেষণাক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হবেন। ভিসি হবেন একজন দক্ষ প্রশাসক যিনি ট্রান্সপারেন্সি ও অ্যাকান্টেবিলিটি রেখে প্রশাসন পরিচালনা করবেন। পরিশেষে এমন একজন ভাইস চ্যান্সেলরই আমাদের বুটেক্সে পদচারণ করুক যিনি হবেন ভিশনারী এবং যিনি বিভিন্ন উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সকলের কাছে হয়ে উঠবেন সর্বজনীন স্বীকৃত অভিভাবক।

এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মো: আশরাফুল হক রাইহান বলেন, দেশ ও বিশ্ববিদ্যালয়ের কঠিনতম সময়গুলোর মধ্য দিয়ে যাওয়া একজন শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়ের এই ক্রান্তিলগ্নে আমি আমার এই বিশ্ববিদ্যালয়ের জন্য এমন একজন ভিসি চাই যিনি একাডেমিক উৎকর্ষতা সাধন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-শিক্ষার্থী-শিক্ষকদের সার্বিক গুণগত মান উন্নয়নে সর্বাধিক গুরুত্বারোপ করবেন। বৈশ্বিক টেক্সটাইল সেক্টরে বুটেক্সকে কার্যকরভাবে অনবদ্য এবং অনন্য করে তুলবেন তিনি। এছাড়াও তিনি হবেন একজন বৈশ্বিক নাগরিক, বলিষ্ঠ, কর্মঠ, আধুনিক নেতৃত্ব গুণাবলি সম্পন্ন, সময়ানুবর্তি, দূরদর্শী, নৈতিক মূল্যবোধসম্পন্ন এবং প্রতিষ্ঠিত টেক্সটাইল গবেষক। শিক্ষার্থীদের সার্বিক প্রয়োজনে সদাপ্রস্তুত থাকার পাশাপাশি শিক্ষার্থীদের স্বার্থবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার বিষয়ে সর্বদা সৎসাহস রাখবেন তিনি। তাছাড়া অন্তর্ভুক্তি এবং জবাবদিহিতামূলক পরিবেশ নিশ্চিতপূর্বক শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কার্যত পরিবেশ সৃষ্টির সুযোগ করবেন তিনি। সবশেষে পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে তিনি বুটেক্সকে দেশের মধ্যে আরো বেশি সুপ্রতিষ্ঠিত করবেন এবং বুটেক্সকে বৈশ্বিক পরিচিতি এনে দিবেন।

ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী এম. রাদিয়াতুল আলম বলেন, বর্তমানে আমাদের চাই এমন একজন ভিসি যিনি আমাদের বিশ্ববিদ্যালয়কে আসলেই একটি পূর্নাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করবেন। যিনি শিক্ষার্থীদের কথা ভাববেন এবং শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে কাজ করবেন। আমাদের ৪ বছরের কোর্স যেন সেশন জটে না পরে এই দিকে খেয়াল রাখবেন এমন ভিসি চাই। কোনো বিভাগ বৈষম্যের স্বীকার হবে এমন ভিসি কখনো কাম্য নয়। আমাদের টেক্সটাইল সেক্টরের স্টেকহোল্ডারদের মধ্যে বুটেক্সের নাম সবার প্রথম সারিতে থাকে। কিন্তু এখানে শিক্ষার্থীদের রিসার্চের সুযোগ নগন্য। এমন ভিসি চাই যিনি এই দিকে বিশেষ নজর রাখবেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের আর একটি বড় সমস্যা হচ্ছে এটি নামেমাত্র বিশ্ববিদ্যালয় হলেও এর ইনফ্রাস্টাকচার এখনো কলেজের মতো রয়ে গেছে। এই দিকে যে ভিসি নজর দিয়ে কাজ করবেন এমন কাউকেই চাই। আবার একটি জিনিস খুব করে খেয়াল করেছি ক্ষমতার লোভ অনেকের মাঝে আছে। তাই আমি ব্যক্তিগতভাবে চাই যে বুটেক্সের বাইরে থেকে কেউ ভিসি হয়ে আসুক যাতে তিনি কলেজ মন মানসিকতা থেকে বের করে একটি পূর্নাঙ্গ বিশ্ববিদ্যালয় রূপান্তরে সাহায্য করতে পারেন।

ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মোহসিউল হক রাহাত বলেন, বুটেক্সের উপাচার্য পদত্যাগের পর ক্যাম্পাসের ভেতর অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় এমন একজন ভিসিকে সাধারণ শিক্ষার্থীরা চায় যারা সকল ধরনের বিতর্কের উর্ধ্বে, সকল দূর্নীতির উর্ধ্বে। যেহেতু আমাদের টেক্সটাইল বেইজড বিশ্ববিদ্যালয় তাই সার্বিকভাবে টেক্সটাইল সেক্টরকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের তাদের অধিকার আদায় করা যায় সেদিকে তাকে সর্বদা সচেতন হতে হবে। আর এটা একজন টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড শিক্ষক ছাড়া বোঝা সম্ভব না বলে আমি মনে করি। এছাড়া নতুন ভিসিকে হতে হবে শিক্ষার্থীবান্ধব এবং তাকে শিক্ষার্থীদের মনের ভাষা বুঝতে হবে। শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন হওয়ার পাশাপাশি তাকে হতে হবে অন্যায়ের সাথে আপোষহীন। কোনো রাজনৈতিক প্রভাবে সত্যের পথ থেকে দূরে রাখতে না পারা শক্ত মেরুদণ্ড সম্পন্ন ভিসি হতে হবে। উনি হবেন আমাদের সকলের অভিভাবক এবং সকল শিক্ষক-শিক্ষার্থীদেরকে
একই নজরে দেখবেন, কোনো প্রকার বৈষম্য করবেন না।
সাপ্লিমেন্ট ব্যবস্থা সমাধান, কনভোকেশন ও জব ফেয়ার আয়োজন করা, ল্যাব ফ্যাসিলিটিস বৃদ্ধি করা, রিসার্চের ব্যাপারে আরো মনোযোগী হওয়া ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখাই হবে তার গুরু দায়িত্ব।

এসএস/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিতে গনহত্যায় অর্জিত স্বাধীনতা শীর্ষক চিত্র প্রদর্শনী

এডিবি থেকে ৪০ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

বিশ্বের ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে বিকাশ

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন পাকিস্তান সরকারের

গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন: শফিকুল আলম 

৪৬ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়: প্রাপ্তি, প্রত্যাশা ও সংকট

বাকৃবির ফজলুল হক হলে তিন দিনের ফিস্টে উৎসবের আমেজ

জুরাইনে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ, ট্রেন চলাচল বন্ধ 

জানা গেলো পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলাচলের তারিখ

১০

অভিজ্ঞতা ছাড়াই ২৫০০০—৩০০০০ বেতনে চাকরি আরএফএল গ্রুপে, দেবে ভ্রমণ ভাতাসহ নানান সুবিধাও

১১

নিয়োগ দিচ্ছে বিএসআরএম গ্রুপ

১২

যে কারণে ভারতে করিমগঞ্জের নাম বদলে শ্রী-ভূমি রাখা হলো

১৩

র‍্যাগিং প্রতিরোধে বেরোবিতে অভিযোগ বক্স স্থাপন

১৪

নতুন পাঠ্যবইয়ে স্থান পেয়েছে আবু সাঈদ ও মুগ্ধের আত্মত্যাগের গল্প

১৫

সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার ২৪ কর্মকর্তার পাসপোর্ট বাতিলের নির্দেশ

১৬

আদানির সঙ্গে ২৫০ কোটি ডলারের চুক্তি বাতিল কেনিয়ার

১৭

সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তির আবেদন শুরু

১৮

১৪ বন্ধুকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগে থাই নারীর মৃত্যুদণ্ড

১৯

আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া, শহীদদের রক্তের সাথে গাদ্দারি করা: হাসনাত

২০