এডুকেশন টাইমস
৯ অক্টোবর ২০২৪, ৫:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে দেশসেরা জাবি

জাবি প্রতিনিধি: যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিংয়ে যৌথভাবে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।

বুধবার (৯ অক্টোবর) প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৫’ থেকে এ তথ্য জানা যায়। এ র‌্যাঙ্কিংয়ে ২০২৫ সালের সংস্করণে ১১৫টি দেশ ও অঞ্চলের দুই হাজারের বেশি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করেই তালিকা করা হয়েছে।

জানা যায়, মানসম্মত বিভিন্ন পারফরম্যান্স সূচক ব্যবহার করে শিক্ষার মান, শিক্ষায় গবেষণার পরিবেশ, গবেষণায় শ্রেষ্ঠত্বের অবস্থান, ইন্ডাস্ট্রিতে সংযুক্তি এবং আন্তর্জাতিক সম্ভাবনার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং করে।

ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় দেখা যায়, ২০২৫ সালের বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিংয়ে প্রথম ৮০০-এর তালিকায় দেশের কোনো বিশ্ববিদ্যালয় নেই। তবে র‌্যাঙ্কিংয়ে বিশ্বের ৮০১ থেকে ১০০০-এর মধ্যে আছে দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়। এবারের তালিকায় দেশসেরা হিসেবে যৌথভাবে জায়গা করে নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি।

এছাড়া তালিকার ১০০১ থেকে ১২০০-এর মধ্য থাকা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বুয়েট, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, চুয়েট, কুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়। অন্যদিকে ১২০১ থেকে ১৫০০-এর তালিকায় আছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, খুলনা বিশ্ববিদ্যালয়, রুয়েট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

এবারের তালিকায় বিশ্বের প্রথম ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সাতটিই যুক্তরাষ্ট্রের। বাকি তিনটি যুক্তরাজ্যের। এতে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রথম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিস দ্বিতীয় ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তৃতীয় অবস্থান আছে।

আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয় দেশসেরা হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, এ অর্জন বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অনেক সম্মানজনক। এই সাফল্যের পেছনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। শিক্ষা ও গবেষণার মান বৃদ্ধির মাধ্যমে আগামী দিনে র‌্যাঙ্কিংয়ে কীভাবে আরো এগিয়ে আসা যায়, সে বিষয়ে নানা উদ্যোগ গ্রহণ করবো।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, এই অর্জনের পেছনে যাদের অবদান রয়েছে, তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে আমরা শিক্ষা ও গবেষণার মান বৃদ্ধি করে বিশ্ববিদ্যালয়কে র‌্যাঙ্কিংয়ে আরো এগিয়ে নিতে চাই। শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও গবেষণায় যুক্ত করতে চাই। তার প্রেক্ষিতে আমরা ইতিমধ্যে গবেষণায় বরাদ্দ বাড়িয়েছি, যাতে গবেষকরা আগ্রহী হয়।

এসআই/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকল টিভি চ্যানেলে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র প্রচারের উদ্যোগ 

নিটল মটরস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

এইচএসসি পড়ুয়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করছে ইমদাদ-সিতারা খান ফাউন্ডেশন

পুতিনের তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি  

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তীব্র প্রতিরোধে শেখ হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব

সিওয়াইবি জবি শাখার নেতৃত্বে ইস্রাফিল ও লাভলু

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে বাংলাদেশে ২য় স্থানে চবি

কুবিতে সিওইউ সাইক্লিস্টের নতুন নেতৃত্বে মামুন- রাকিন

শিক্ষা ও গবেষণায় সৌদি ফাউন্ডেশনের বৃত্তি, দেবে ৬০ লক্ষাধিক টাকা

ক্যান্টিনের খাবারের দাম এবং মান নিয়ে অস্বস্তিতে বুটেক্স শিক্ষার্থীরা

১০

শাবিতে মাস্টারমাইন্ড ২.০ শীর্ষক ‘ন্যাশনাল কেস কম্পিটিশন’ উদ্বোধন

১১

কুমিল্লা বিশ্ববিদ্যালয় পাটাতনের নেতৃত্বে মাসুম-সায়েম

১২

শাবিতে গণহত্যায় অর্জিত স্বাধীনতা শীর্ষক চিত্র প্রদর্শনী

১৩

এডিবি থেকে ৪০ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

১৪

বিশ্বের ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

১৫

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে বিকাশ

১৬

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন পাকিস্তান সরকারের

১৭

গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন: শফিকুল আলম 

১৮

৪৬ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়: প্রাপ্তি, প্রত্যাশা ও সংকট

১৯

বাকৃবির ফজলুল হক হলে তিন দিনের ফিস্টে উৎসবের আমেজ

২০