রাবি প্রতিনিধি: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংসদের নতুন কমিটি গঠন করা হয়েছে। মাসুদ কিবরিয়াকে সভাপতি, পরমা মোস্তফাকে সাধারণ সম্পাদক এবং তাওসিফ ইসলামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
‘রক্তে আমার সাগর দোলার ছন্দ চাই, অশুভের সাথে আপোষবিহীন দ্বন্দ্ব চাই’ এই স্লোগানকে ধারণ করে শনিবার (২৬ অক্টোবর) সকালে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাবি সংসদের ৩২তম কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন রাবি সংসদের সদ্য সাবেক সভাপতি শাকিলা খাতুন।
কাউন্সিল অধিবেশন থেকে সর্বসম্মতিক্রমে মাসুদ কিবরিয়াকে সভাপতি, পরমা মোস্তফাকে সাধারণ সম্পাদক এবং তাওসিফ ইসলামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিকে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আলিফ মাহমুদ।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন:
সহ-সভাপতি: মেহেদি হাসান
সহকারী সাধারণ সম্পাদক: মুক্তাদির করিম কুয়াশা
কোষাধ্যক্ষ: মেহের
দপ্তর সম্পাদক: মুন হোসেন
প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: লাবিব হক
সদস্য: শাকিলা খাতুন, মিনহাজ হাবিব, গোলাম মোস্তফা
এছাড়াও ৪টি সদস্যপদ খালি রাখা হয়েছে যা পরবর্তীতে কাজের মধ্য দিয়ে যোগ্যতার ভিত্তিতে পূরণ করা হবে।
এসআই/
মন্তব্য করুন