কুবি প্রতিনিধি : আর্কিওলজি প্রিমিয়ার লিগে (এপিএল) চ্যাম্পিয়ন হয়েছে দেব ডায়নামাইটস। ফাইনাল ম্যাচে টাইব্রেকারে গুপ্ত গ্ল্যাডিয়েটর্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় দলটি।
রবিবার (২৭ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
এই টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো গুপ্ত গ্লাডিয়ার্টস, পাল পালোয়ান, মাইটি মৌর্য, দেব ডায়নামাইটস। এর মধ্য দেব ডায়নামাইটস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এই টুর্নামেন্টের উদয়ীমান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিয়াস। প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট গালিব। সেরা গোলরক্ষক হয়েছেন মিরহাম রেজা। এছাড়া সেরা টিম ম্যানেজার হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগ সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ।
আর্ট এন্ড হেরিটেজ সোসাইটির সাধারণ সম্পাদক সেলিম আহমেদ বলেন, ‘এই প্রথম কুমিল্লা বিশ্ববিদ্যালয় লাইভ অকেশনের মাধ্যমে প্লেয়ার ক্রয়-বিক্রয়ের মাধ্যমে টিমগঠন করে এপিএল (আর্কেওলজি প্রিমিয়ার লীগ) পরিচালনা করা হয়েছে। আর্ট এন্ড হেরিটেজ সোসাইটি সবসময়ই ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করে, এই ধারা সামনেও অব্যাহত থাকবে।’
এসএস/
মন্তব্য করুন