জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত” নজরুল কাপ ২০২৪” এর ফাইনালে ৪-২ গোলে জয়লাভ করেছে বিশ্ববিদ্যালয়ের মানব সম্পদ ও ব্যবস্হাপনা বিভাগ। আজ ২৮ অক্টোবর (সোমবার) বিকেল ৩.০০ টার সময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এ খেলার আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানগণ এবং ত্রিশাল উপজেলার নির্বাহি অফিসারসহ বিশ্বিবদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা।
এসময় মাঠের বিভিন্ন সমস্যার বিষয়ে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, আমরা মাঠ টিকে কিভাবে মানসম্মতভাবে তৈরি করা যায় সে বিষয়ে ইতিমধ্যেই আমরা একটি পরিকল্পনা হাতে নিয়েছি সে বিষয়ে আমাদের আগামীকাল একটি মিটিং আছে। আমরা মিটিংয়ে সিদ্ধান্ত অনুযায়ী আলোচনা করে আগামী ২ মাসের মধ্যে মাঠকে একটা মানসম্মত রুপ দান করতে পারবো বলে আমি আশাবাদী ।
প্রসঙ্গত, টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হয়েছে নক আউট পদ্ধতিতে। ২৪টি দল হওয়ায় ৮টি দল ড্র এর মাধ্যমে সরাসরি দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করেছে এবং প্রথম রাউন্ডে ১৬টি দল মোকাবিলা করেছে। এভাবে রাউন্ড অব ১৬, কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
এসএস/
মন্তব্য করুন