গবি প্রতিনিধি: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ‘উত্তাল জুলাই’ শিরোনামে জুলাই গণ-অভ্যুত্থানের আলোকচিত্র এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনী হয়েছে। গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) আয়োজনে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
সোমবার (২৮ অক্টোবর) বেলা বারোটায় বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো: আবুল হোসেন।
গবিসাসের সম্পাদনায় শিক্ষার্থীদের তোলা অভ্যুত্থানের আলোকচিত্র এবং অংশগ্রহণকারী বর্তমান এবং সাবেক শিক্ষার্থীদের আন্দোলনের ভিডিও সমন্বিত সকল প্রামাণ্যচিত্র দিনব্যাপী প্রদর্শনী করা হয়।
প্রদর্শনী দেখতে আসা দর্শকরা আয়োজনের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করে বলেন, জাতীয় জীবনে এই আন্দোলনের ইশতেহার বয়ে নিয়ে যেতে হবে। আন্দোলনের স্পিরিট স্মরণ করিয়ে দিতে এমন আয়োজন প্রায়শই প্রয়োজন।
আয়োজন সম্পর্কে সংগঠনটির সাধারণ সম্পাদক সানজিদা জান্নাত পিংকি বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল জনগনের কয়েক প্রজন্মের এক প্রকার গণরোশ। আন্দোলনের স্টেকহোল্ডার বা অংশীজন এই জনপদের প্রতিস্তরের মজলুম জনতা। যারা নতুন ভবে প্রতিনিয়ত স্বপ্ন দেখে গেছেন এক নতুন পৃথিবীর সেসব মৃত্যুঞ্জয়ীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এবং অভ্যুত্থানের স্পিরিটকে জাতীয় জীবনে জীবিত রাখতেই আজকের এই ক্ষুদ্রপ্রচেষ্টা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, আমরা বিক্ষিপ্ত ভাবে এই সব চিত্র দেখেছি কিন্তু গবিসাস সকল কিছু একত্রে করে আজ আবার দেখার সুযোগ করে দিয়েছে।
তিনি গবিসাসকে ধন্যবাদ জানিয়ে আরও বলেন, এই প্রামান্য চিত্রটি ক্যাম্পসের বিভিন্ন অনুষ্ঠানে দেখানোর ব্যাবস্থা করা হবে।
এসএস/
মন্তব্য করুন