বুটেক্স প্রতিনিধি: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) জাতীয় বিতর্ক উৎসব-২০২৪-এর ইংরেজি সেগমেন্ট ‘এন্টওয়াইন-২.০’ এর ওপেন ব্রেকে বিজয়ী হয় ‘ঢাবি এ’ এবং নোভিশ সেগমেন্টে চ্যাম্পিয়ন হয় ‘কুয়েট-এ’ দল।
বুটেক্স ডিবেটিং ক্লাব (বুটেক্সডিসি) কর্তৃক শুক্রবার (১ নভেম্বর) ও শনিবার (২ নভেম্বর) দুই দিনব্যাপী আয়োজিত হয় সেগমেন্টটি। ইংরেজি সেগমেন্টটির দুইটি ব্রেকে (ওপেন ও নোভিশ) বিভিন্ন ক্লাবের মোট ৬৪টি দল অংশগ্রহণ করে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় মিলে সর্বমোট ১০ জন মূল বিচারক ও ৩০ জন আমন্ত্রিত বিচারক এই সেগমেন্টে বিচারকার্যে অংশগ্রহণ করেন।
ট্যাব রাউন্ডের মাধ্যমে শেষ হয় শুক্রবারের কার্যক্রম। শনিবার দুপুর ৩টায় ট্যাব রাউন্ড (ওপেন ব্রেক) থেকে নির্বাচিত আইইউবিআই, এসিসি ২, ডিইউ এ, বিইউপি এ, ডিইউ সি, এসিসি ৩, ডিইউ বি, এনএসিউডিএস ওয়ারিয়র্সসহ মোট ৮টি টীম সেমিফাইনালে অংশগ্রহণ করে। সন্ধ্যায় অনুষ্ঠিত ফাইনাল রাউন্ডের মাধ্যমে শেষ হয় ইংরেজি সেগমেন্টটি। ওপেন ব্রেকের ফাইনালে উত্তীর্ণ হয় ডিইউ এ, ডিইউ-বি, ডিইউ-সি এবং বিইউপি-এ সহ চারটি টীম এবং
যেখানে ওপেন ব্রেকে চ্যাম্পিয়ন হন ‘ডিইউ এ’ দল, ওপেন রানার্সআপ ‘ডিইউ-সি’।
এছাড়াও নোভিস সেগমেন্টের ফাইনালে অংশগ্রহণ করেন কুয়েট এ, ডিআরএমসি ২, জিডিসি ৩ ও জেইউডিএস। যেখানে চ্যাম্পিয়ন ‘কুয়েট-এ’, রানার্সআপ হয় টিম ‘ডিআরএমসি-২’।
বুটেক্স ডিসির সভাপতি সাবিহা মুন তাহা জানান, সুন্দর ও সাবলীলভাবে আজকের ইংরেজি সেগমেন্ট এন্টওয়াইন-২.০ সফল হয়েছে। বাংলা সেগমেন্টের আন্তঃস্কুল-কলেজ পর্যায়ের কোয়ার্টার ফাইনাল রাউন্ডও আজকে সম্পন্ন হয়েছে। আগামী শুক্রবার (৮ নভেম্বর) আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের ট্যাব ও কোয়ার্টার ফাইনাল রাউন্ড এবং শনিবার (৯ নভেম্বর) বাংলা সেগমেন্টের সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ড এবং একইসাথে অভিস্মৃতি ৩.০ এর সেমিফাইনাল ও ফাইনাল আয়োজিত হবে। একইদিনে সমাপনী অনুষ্ঠান,সাংস্কৃতিক আয়োজন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ এর আনুষ্ঠানিকতা শেষ হবে।
এসএস/
মন্তব্য করুন