বেরোবি প্রতিনিধি:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের(বেরোবি) ২০২৩-২০২৪ সেশনের এর নবীন শিক্ষার্থীদের অর্থসহ কুরআন, চাবির রিং, কলম এবং টি শার্ট দিয়ে বরণ করে নিবে বেরোবি দাওয়াহ সোসাইটি।
আগামী রোববার (২৪ নভেম্বর) দুপুর ২:০০ টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এই নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক মুখতার আহমেদ।
দাওয়াহ সোসাইটি সাধারণ সম্পাদক বায়োজিদ শিকদার বলেন, বেরোবি দাওয়াহ সোসাইটি আয়োজনে এইবার প্রথম নবীন বরণ আয়োজন করতে যাচ্ছি। এতে আমরা বিশ্ববিদ্যালয়ের সকলের সার্বিক সহযোগিতা পাচ্ছি । আশা করি আমরা নবীনদের একটি সুন্দর দিন উপহার দিতে পারবো এবং খুব সুন্দর ভাবে নবীন বরণ অনুষ্ঠান শেষ হবে ইনশাআল্লাহ।
দাওয়াহ সোসাইটির সভাপতি মোশারফ হোসেন বলেন, ক্যাম্পাসে নবীনরা এসে অসৎ সঙ্গের কারনে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আমরা এই আয়োজনের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের ইসলামের সুমহান বাণী পৌঁছে দিয়ে সঠিক পথে চলার আহবান জানাবো। যাতে করে তাদের পরবর্তী চলার পথ সহজ হয় এবং নিজ জীবনে ইসলামী বিধি বিধান পালনে উদ্বুদ্ধ হয় । তখনই আমাদের এই আয়োজন সার্থক হবে যখন নবীনরা একজন ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি একজন নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবে।
/ইএইচ
মন্তব্য করুন