কবি নজরুল কলেজ প্রতিনিধি: মাহাবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থীদের ‘সুপার সানডে’ প্রতিবাদে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ‘সুপার মানডে’ মাহবুবুর রহমান ঘোষনা করলে ড.মাহবুবুর রহমান মোল্লা কলেজ ও ইউসিবির সদস্য শিক্ষার্থীদের হামলার শিকার ও কলেজের ভিতরে জিম্মি শতাধিক শিক্ষার্থী।
সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১ টার দিকে সাত কলেজের শিক্ষার্থীরা ড.মাহবুবুর রহমান মোল্লা কলেজ ঘেরাও কর্মসূচী দিয়ে ডিএমআরসির সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় মোল্লা কলেজ ও ইউনাইটেড কলেজ অফ বাংলাদেশ গ্রুপের শিক্ষার্থীরা সাত কলেজের শিক্ষার্থীদের অতর্কিত হামলা চালায়। আত্মরক্ষা করতে গিয়ে ৭ কলেজের শিক্ষার্থীরা পাল্টা হামলা করে। হামলা পাল্টা হামলার ঘটনায় কবি নজরুল, সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা কলেজ, বাংলা কলেজ সহ ৭ কলেজের শিক্ষার্থীরা এখন পর্যন্ত শতাধিক শিক্ষার্থীরা আহত হয়। বিপরীতে মোল্লা কলেজ ও ইউসিবির সদস্যরাও আহত হয়।
এবিষয় কবি সরকারি কলেজের শিক্ষার্থী শরীফ বলেন, হামলায় কবি নজরুল সহ সাত কলেজের শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত প্রায় ৫০ জন। এদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল , মিটফোর্ড হাসপাতাল, ন্যাশনাল মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী রিফাত বলেন, শতাধিক শিক্ষার্থীকে ড.মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের আটকে রেখে বেধরক পিটুনি দিচ্ছে অনেকে রক্তাত হয়ে পরে আছে। কেউ কাউকে আনতে পারছে না। আমাকে কলেজের সামনে থেকে ধরে নিয়ে গিয়েছিল কলেজের ভিতরে তখন বেধরক মারতে শুরু করে এক পর্যায় আমি কোন ভাবে বের হয়ে আসি। কিন্তু আমার সাথে প্রায় শতাধিক সোহরওয়ার্দী কলেজ সহ সাত কলেজের শিক্ষার্থী যারা ছিল তারা বের হতে পারেনি। তাদের অনেকের মাথা দিয়ে রক্ত ঝরছে। কেউ জ্ঞান হারিয়েছে। পুলিশের কাছে সহযোগিতা চেয়েছে তাদের উদ্ধারের জন্য কিন্তু তারা কোন রেসপন্স করেনি।
এসএস/
মন্তব্য করুন