এডুকেশন টাইমস ডেস্ক: সারাদেশে চলছে তীব্র তাপদাহ। গরমের তীব্রতায় সারাদেশের স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে বেসরকারি দুই বিশ্ববিদ্যালয়ও অনলাইনে ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছে।
বিশ্ববিদ্যালয় দুটি হলো নর্থ সাউথ ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক।
রোববার (২১ এপ্রিল) থেকে বিশ্ববিদ্যালয় দুটির অনলাইন পাঠদান শুরু হবে। চলবে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত। বিশ্ববিদ্যালয়গুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ই-মেইলে শিক্ষার্থীদের বিষয়টি নিশ্চিত করেছেন।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আহমেদ তাজমীন স্বাক্ষরিত এক বার্তায় শিক্ষার্থীদের জানানো হয়, দেশে চলমান তাপপ্রবাহের কারণে এনএসইউ কর্তৃপক্ষ ২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্লাস অনলাইন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসআই/
মন্তব্য করুন