মাভাবিপ্রবি প্রতিনিধি: তীব্র তাপদাহের দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। ইতোমধ্যে কিছু বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা চালু রাখা নিয়ে নতুন সিদ্ধান্তও নিয়েছে। তবে এখনই ক্লাস-পরীক্ষা নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেয়নি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) প্রশাসন।
রোববার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ শাহীন উদ্দিন এডুকেশন টাইমসকে এই তথ্য জানিয়েছেন।
ক্লাস-পরীক্ষা বন্ধ বা অনলাইনে ক্লাস হবে কিনা এমন প্রশ্নের জবাবে এডুকেশন টাইমসকে তিনি বলেন, ‘আপাতত অনলাইনে ক্লাস বা বন্ধের কোনো নোটিশ দেওয়া হচ্ছে না। যদি তাপমাত্রা আরো বৃদ্ধি তাহলে বিবেচনা করা হবে।’
এসআই/
মন্তব্য করুন