কুবি প্রতিনিধি: গ্রীষ্মের প্রখর দাবদাহের কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
রবিবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ৮০তম একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে কুবি উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন জানিয়েছেন, রুটিন অনুযায়ী ক্লাস হবে অনলাইনে। শীতাতপ নিয়ন্ত্রিত হলরুমে চলবে সেমিস্টার ফাইনাল পরীক্ষা। মিডটার্ম ২ মে পর্যন্ত স্থগিত করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত।
এসআই/
মন্তব্য করুন