এডুকেশন টাইমস
২২ এপ্রিল ২০২৪, ৬:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নোবিপ্রবিতে ল্যাব টেকনোলজি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে দিনব্যাপী Training on Laboratory Technology Quality Assurance’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও রেজিস্ট্রার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক জনাব মো. মুহাইমিনুল ইসলাম সেলিম।

প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন এসিসিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, আইকিউএসির পরিচালক ও মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, আইসিই বিভাগের সহকারী অধ্যাপক ড. তানভীর জামান খান ও টেকনিক্যাল অফিসার জনাব মো. শরীফুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, গুণগত উচ্চশিক্ষা তথা গবেষণার মান নিশ্চিতের ক্ষেত্রে উন্নত গবেষণাগার প্রয়োজন হয়। ল্যাবগুলো পরিচালনার ক্ষেত্রে ল্যাব ইন্সট্রাক্টর পদসহ কারিগরি পদগুলোর কর্মকর্তা-কর্মচারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হয়। তথ্য প্রযুক্তি সর্বদা পরিবর্তনশীল। এ বিষয়ে হালনাগাদ তথ্য-উপাত্ত জানাতেই এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয়। আজকের এই প্রশিক্ষণ আপনাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করছি।

নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, শিক্ষার গুণগত মান বজায় রাখতে এবং পেশাগত উৎকর্ষতা অর্জনে এ ধরনের প্রশিক্ষণ কোর্সের প্রয়োজনীয়তা রয়েছে। আজকের প্রশিক্ষণের সফলতা কামনা করছি।

নোবিপ্রবি রেজিস্ট্রার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, আজকের এই প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের ল্যাব কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নে অবদান রাখবে বলে মনে করছি। স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ।

এসআই/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগোরায় চাকরি, সাপ্তাহিক ছুটি ২ দিনসহ দেবে নানান সুবিধা

ববির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন একাদশ ব্যাচ

সকল টিভি চ্যানেলে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র প্রচারের উদ্যোগ 

নিটল মটরস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

এইচএসসি পড়ুয়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করছে ইমদাদ-সিতারা খান ফাউন্ডেশন

পুতিনের তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি  

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তীব্র প্রতিরোধে শেখ হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব

সিওয়াইবি জবি শাখার নেতৃত্বে ইস্রাফিল ও লাভলু

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে বাংলাদেশে ২য় স্থানে চবি

কুবিতে সিওইউ সাইক্লিস্টের নতুন নেতৃত্বে মামুন- রাকিন

১০

শিক্ষা ও গবেষণায় সৌদি ফাউন্ডেশনের বৃত্তি, দেবে ৬০ লক্ষাধিক টাকা

১১

ক্যান্টিনের খাবারের দাম এবং মান নিয়ে অস্বস্তিতে বুটেক্স শিক্ষার্থীরা

১২

শাবিতে মাস্টারমাইন্ড ২.০ শীর্ষক ‘ন্যাশনাল কেস কম্পিটিশন’ উদ্বোধন

১৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয় পাটাতনের নেতৃত্বে মাসুম-সায়েম

১৪

শাবিতে গণহত্যায় অর্জিত স্বাধীনতা শীর্ষক চিত্র প্রদর্শনী

১৫

এডিবি থেকে ৪০ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

১৬

বিশ্বের ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

১৭

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে বিকাশ

১৮

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন পাকিস্তান সরকারের

১৯

গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন: শফিকুল আলম 

২০