পবিপ্রবি প্রতিনিধি: সারাদেশে তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ ১০ দিনে ৫ লক্ষের অধিক বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করছে।
এরই পরিপ্রেক্ষিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাসকে সুরক্ষিত রাখতে ও কেন্দ্রীয় সংসদের নির্দেশে বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে শাখা ছাত্রলীগ।
এ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২২ এপ্রিল) পবিপ্রবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলামের (রোমিও) নেতৃত্বে ক্যাম্পাসে ১০০টি গাছের চারা রোপণ করা হয়।
রোপণকৃত গাছের মধ্যে রয়েছে— আম, আমলকি, কাঠবাদাম, পেয়ারাসহ বিভিন্ন ফলজ গাছ। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত থেকে দিক নির্দেশনা ও কাজে সহযোগিতা করেন ক্যাম্পাস শাখা ছাত্রলীগের সিনিয়র-জুনিয়র অনেক নেতৃবৃন্দ।
এ বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে আজিম হাসান দিপু নামে এক শিক্ষার্থী বলেন, ‘আশা করি, গাছগুলো বড় হয়ে আমাদের পরবর্তী প্রজন্মের ফুল, ফলের চাহিদা পূরণ করে তীব্র তাপদাহ থেকে আমাদের রক্ষা করবে। দেশে বর্তমানে ১৭ শতাংশ বনায়ন রয়েছে, যেটি ২৫ শতাংশ প্রয়োজন। তাই এই কর্মসূচি নিঃসন্দেহে প্রশংসনীয়।’
এসআই/
মন্তব্য করুন