ববি প্রতিনিধি: তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও এসডিজি অর্জনের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। কেন্দ্রীয় ছাত্রলীগের ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপণের অংশ হিসেবে এই কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (২৪ এপ্রিল) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। এ সময় তারা বিভিন্ন ধরণের গাছের চারা এনে ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদের সামনেসহ বিভিন্ন জায়গায় রোপণ করেন। এর মধ্যে ফলজ, কাঠ গাছসহ বিভিন্ন প্রজাতির চারা ছিল।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা আবিদ হাসান জানান, চলমান তীব্র তাপপ্রবাহে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ক্যাম্পাসের সেন্ট্রাল মসজিদের সামনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। সামনের দিনগুলোতে আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী কাজ করে যাবো।
ছাত্রলীগ নেতা খালিদ হাসান রুমী বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ভাইয়ের ও মাননীয় মেয়র মহোদয় আবুল খায়ের আব্দুল্লাহর (খোকন সেরনিয়াবাত) নির্দেশে আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বৃক্ষরোপণ করেছি। প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন দুর্যোগকালীন সময়ে বাংলাদেশ ছাত্রলীগ সব সময় ঢাল হয়ে কাজ করেছেন, সামনেও করবে।
এসআই/
মন্তব্য করুন