এডুকেশন টাইমস
২৬ এপ্রিল ২০২৪, ৪:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাবিতে আগামী সপ্তাহেও চলবে অনলাইন ক্লাস

ছবি: সংগৃহীত

এডুকেশন টাইমস ডেস্ক:

সারা দেশে চলমান তীব্র তাপপ্রবাহের প্রভাবে গত ২১ এপ্রিল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চলছে অনলাইন ক্লাস। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনলাইন ক্লাস চলবে বলে জানিয়েছিলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সপ্তাহের শেষ কর্মদিবসে সশরীরে ক্লাসের বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় আগামী সপ্তাহের শুরুতেও অনলাইন ক্লাস চলমান থাকবে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সশরীরে ক্লাসের বিষয়ে আজ পর্যন্ত নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। শুক্রবার উপাচার্য দেশে ফিরলে তাকে বিষয়টি জানালে নতুন সিদ্ধান্ত আসতে পারে বা আগেরটাই থাকতে পারে। তবে চলমান তাপপ্রবাহে পূর্ববর্তী বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন সিদ্ধান্ত না আসা পর্যন্ত অনলাইনে ক্লাস চলমান থাকবে। নতুন সিদ্ধান্ত হলেও বাড়িতে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য আমরা সময় প্রদান করবো যেন তারা বাড়ি থেকে ফিরতে পারে।

এদিকে চলমান তাপপ্রবাহ বৃদ্ধি পাওয়ায় গতকাল বুধবার বিকেলে সারা দেশে হিট অ্যালার্ট জারি করে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। যা আগামী তিনদিন অব্যাহত থাকবে বলে জানায় সংস্থাটি। ফলে আগামী সপ্তাহের পুরোভাগে অনলাইনে ক্লাস চলমান থাকবে বলেই ধারণা করা হচ্ছে।

এর আগে গত রোববার (২১ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনলাইন ক্লাসের সিদ্ধান্তের কথা জানায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশের ওপর দিয়ে প্রবহমান তীব্র তাপপ্রবাহের কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে।

বর্তমানে প্রচলিত ১০ শতাংশ অনলাইন ক্লাসের পরিবর্তে শতভাগ অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে এবং পরীক্ষাগুলো যথারীতি চলমান থাকবে। অর্থাৎ পরীক্ষাগুলো সশরীরেই চলবে।

বিজ্ঞপ্তিতে, কোনো শিক্ষার্থী হল অথবা বাসার বাইরে আসতে চাইলে স্বাস্থ্যঝুঁকি এড়াতে কিছু স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সঙ্গে চলাফেরা পরামর্শও দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরামর্শগুলো হলো-

সাদা বা হালকা রঙের ঢিলেঢালা সুতি পোশাক পরিধান করা, যথাসম্ভব ছায়াযুক্ত স্থানে থাকা, বাইরে যেতে হলে মাথার জন্য চওড়া কিনারাযুক্ত টুপি, ক্যাপ বা ছাতা ব্যবহার করা, বিশুদ্ধ পানি পান করা, প্রয়োজনে লবণযুক্ত তরল, যেমন খাবার স্যালাইন ইত্যাদি পান করা, তাপমাত্রা বৃদ্ধিকারী পানীয়, যেমন চা ও কফি পান থেকে বিরত থাকা।

এএআর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিতে গনহত্যায় অর্জিত স্বাধীনতা শীর্ষক চিত্র প্রদর্শনী

এডিবি থেকে ৪০ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

বিশ্বের ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে বিকাশ

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন পাকিস্তান সরকারের

গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন: শফিকুল আলম 

৪৬ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়: প্রাপ্তি, প্রত্যাশা ও সংকট

বাকৃবির ফজলুল হক হলে তিন দিনের ফিস্টে উৎসবের আমেজ

জুরাইনে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ, ট্রেন চলাচল বন্ধ 

জানা গেলো পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলাচলের তারিখ

১০

অভিজ্ঞতা ছাড়াই ২৫০০০—৩০০০০ বেতনে চাকরি আরএফএল গ্রুপে, দেবে ভ্রমণ ভাতাসহ নানান সুবিধাও

১১

নিয়োগ দিচ্ছে বিএসআরএম গ্রুপ

১২

যে কারণে ভারতে করিমগঞ্জের নাম বদলে শ্রী-ভূমি রাখা হলো

১৩

র‍্যাগিং প্রতিরোধে বেরোবিতে অভিযোগ বক্স স্থাপন

১৪

নতুন পাঠ্যবইয়ে স্থান পেয়েছে আবু সাঈদ ও মুগ্ধের আত্মত্যাগের গল্প

১৫

সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার ২৪ কর্মকর্তার পাসপোর্ট বাতিলের নির্দেশ

১৬

আদানির সঙ্গে ২৫০ কোটি ডলারের চুক্তি বাতিল কেনিয়ার

১৭

সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তির আবেদন শুরু

১৮

১৪ বন্ধুকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগে থাই নারীর মৃত্যুদণ্ড

১৯

আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া, শহীদদের রক্তের সাথে গাদ্দারি করা: হাসনাত

২০