এডুকেশন টাইমস
২৭ এপ্রিল ২০২৪, ৫:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে খুবিতে অভিভাবকদের জন্য বিশ্রামের ব্যবস্থা

ইব্রাহিম খলিল, খুবি প্রতিনিধি: প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা জনজীবনে। আগামী শনিবার পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর তাপপ্রবাহের সতর্কবার্তা বা ‘হিট অ্যালার্ট’ জারি করেছে। এর মধ্যে আজ ২৭ এপ্রিল (শনিবার) খুলনা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

দুপুর ১২টা থেকে ১ টা পর্যন্ত চলা এ পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আসন ছিলো ৮ হাজার ৮৮৬ জন শিক্ষার্থীর। প্রতি বছরই পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকরাও ক্যাম্পাসে আসেন। তীব্র এই রোদে অভিভাবকদের ভোগান্তি লাঘবের জন্য বসার ব্যবস্থা করার পাশাপাশি সুপেয় পানির ব্যাবস্থা করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে গাছপালায় ঘেরা ছায়া যুক্ত স্থানে এবং বিশ্ববিদ্যালয়ের গ্যারেজে প্রায় ১৫০০ চেয়ার দিয়ে বসার ব্যবস্থা করা হয়েছে। সেখানে সুপেয় পানি, শুকনা খাবার, বিভিন্ন জুস, টয়লেট ব্যবহারের সুবিধা ছাড়াও হাত-মুখ ধোঁয়ার ও ব্যবস্থা করা আছে।

এবিষয়ে অনুভূতি জানতে চাইলে খুলনার দৌলতপুর থেকে আসা অভিভাবক প্রিয়া ঘোষ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগ আমাদের খুবই উপকার করেছে। এই তীব্র গরমে এতো সময় কোথায় থাকবো তা নিয়ে খুব টেনশনে ছিলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই।

সাতক্ষীরা থেকে আসা পরীক্ষার্থী ফাতেমা খাতুনের অভিভাবক আব্দুল জব্বার বলেন, সকালে গাড়িতে উঠে এসেছি। এখানে কোনো আত্মীয় ও নেই। মেয়ে পরীক্ষা দিতে গেলে সেই সময়টা এই রোদের মধ্যে কোথায় থাকবো তা নিয়ে চিন্তা ছিলো। প্রশাসনের এমন উদ্যোগ আমাদের মতো অভিভাবকদের খুবই উপকার করেছে।

এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক মো. শরীফ হাসান লিমন বলেন, আমরা প্রতিবছরই দেখেছি শিক্ষার্থীদের সাথে যে অভিভাবকরা আসেন তারা ভোগান্তির শিকার হন। আর বর্তমানে খুলনাতে তীব্র তাপপ্রবাহ চলছে। এই অবস্থায় ভোগান্তি আরো বহুগুণে বেড়ে যাবে। এজন্য অভিভাবকদের কথা চিন্তা করে আমরা কিছু সেবামূলক উদ্যোগ গ্রহণ করেছি। দেড় হাজার মানুষের জন্য বসার ব্যবস্থাসহ সুপেয় পানি, বিভিন্ন জুস, শুকনা খাবার, টয়লেট ব্যবহার এবং যেকোন পরিস্থিতিতে তাদের চিকিৎসার জন্য ও ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরো বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় সব সময় শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের সুবিধার জন্য আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি। যদি আজকের এই উদ্যোগের ফলে শিক্ষার্থী ও অভিভাবকরা উপকৃত হন সেটাই আমাদের প্রাপ্তি।

এসআই/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিতে গনহত্যায় অর্জিত স্বাধীনতা শীর্ষক চিত্র প্রদর্শনী

এডিবি থেকে ৪০ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

বিশ্বের ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে বিকাশ

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন পাকিস্তান সরকারের

গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন: শফিকুল আলম 

৪৬ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়: প্রাপ্তি, প্রত্যাশা ও সংকট

বাকৃবির ফজলুল হক হলে তিন দিনের ফিস্টে উৎসবের আমেজ

জুরাইনে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ, ট্রেন চলাচল বন্ধ 

জানা গেলো পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলাচলের তারিখ

১০

অভিজ্ঞতা ছাড়াই ২৫০০০—৩০০০০ বেতনে চাকরি আরএফএল গ্রুপে, দেবে ভ্রমণ ভাতাসহ নানান সুবিধাও

১১

নিয়োগ দিচ্ছে বিএসআরএম গ্রুপ

১২

যে কারণে ভারতে করিমগঞ্জের নাম বদলে শ্রী-ভূমি রাখা হলো

১৩

র‍্যাগিং প্রতিরোধে বেরোবিতে অভিযোগ বক্স স্থাপন

১৪

নতুন পাঠ্যবইয়ে স্থান পেয়েছে আবু সাঈদ ও মুগ্ধের আত্মত্যাগের গল্প

১৫

সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার ২৪ কর্মকর্তার পাসপোর্ট বাতিলের নির্দেশ

১৬

আদানির সঙ্গে ২৫০ কোটি ডলারের চুক্তি বাতিল কেনিয়ার

১৭

সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তির আবেদন শুরু

১৮

১৪ বন্ধুকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগে থাই নারীর মৃত্যুদণ্ড

১৯

আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া, শহীদদের রক্তের সাথে গাদ্দারি করা: হাসনাত

২০