এডুকেশন টাইমস
২৭ এপ্রিল ২০২৪, ৭:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গুচ্ছের ‘এ’ ইউনিটের পরীক্ষায় জবি কেন্দ্রে উপস্থিতির হার ৮৩ শতাংশ

জবি প্রতিনিধি: ২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছয়টি কেন্দ্রে অংশ নিয়েছেন ৮৩.০৪ শতাংশ পরীক্ষার্থী। এদিন বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত জবির কেন্দ্রগুলোতে সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

ভর্তি পরীক্ষা শেষে এসব তথ্য জানান জবির বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. শাহজাহান এবং গুচ্ছের টেকনিক্যাল কমিটির জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদ।

জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস (মূল কেন্দ্র) এবং পাঁচটি উপকেন্দ্রে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে জবি ক্যাম্পাসে ১২ হাজার ৫৭৯ জনের আসন বিন্যাস সাজানো হলেও পরীক্ষায় অংশ নিয়েছেন ১০ হাজার ৮ জন পরীক্ষার্থী৷

উপকেন্দ্রগুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৫ হাজার ২৯৬ জনের মধ্যে ২১ হাজার ৩৩৮জন, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ৩ হাজারের মধ্যে ২ হাজার ৫২৩ জন, সরকারি বাংলা কলেজে ৬ হাজার ৭৪০ জনের মধ্যে ৫ হাজার ৬১১ জন, সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ৩ হাজারের মধ্যে ২ হাজার ৫৪৫ জন এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ৩ হাজার ২০০ জনের মধ্যে ২৬৬১ জন পরীক্ষার্থী।

উপস্থিতি বিশ্লেষণে দেখা গেছে ভর্তি পরীক্ষায় সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ৮৪.৮৩ শতাংশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৮৪.৩৫ শতাংশ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ৮৪.১০ শতাংশ,সরকারি বাংলা কলেজে ৮৩.২৫ শতাংশ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৭৯.৫৬ শতাংশ পরীক্ষার্থী অংশ নিয়েছেন।

অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছয় কেন্দ্রে ৫৩ হাজার ৮১৫ জনের আসন বিন্যাস সাজানো হলেও পরীক্ষায় মোট অংশ নিয়েছেন ৪৪ হাজার ৬৮৬ জন পরীক্ষার্থী৷ অনুপস্থিত ছিলেন ৯ হাজার ১২৯ জন।

এদিকে বিকাল সাড়ে তিনটা থেকে শুরু হওয়া আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষায় জবি ক্যাম্পাসে ২ হাজার ৬১৬ জন পরীক্ষার্থীর আসন বিন্যাস সাজানো হয়৷ এর মধ্যে ব্যবহারিক পরীক্ষায় অংশ নেন ৫৩.৪০ শতাংশ অর্থাৎ ১ হাজার ৩৯৭ জন পরীক্ষার্থী।

ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

প্রসঙ্গত, শনিবার বেলা ১২টা থেকে দেশের ২২টি মূল কেন্দ্রে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ৩ মে ‘বি’ (মানবিক) ও ১০ মে ‘সি’ (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এসআই/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ববিতে প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে মানবন্ধন, পত্রিকা পুড়িয়ে প্রতিবাদ

পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিতে নয়ছয়; রাবিতে ফের আন্দোলনের প্রস্তুতি

বঙ্গবন্ধু রেলসেতুতে প্রথমবারের মতো পরীক্ষামূলক ট্রেন চলাচল

ম্যানেজার নেবে মেঘনা গ্রুপ, আবেদন অনলাইনে

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ৫ যাত্রীর

ডিআইইউতে প্রোগ্রামিং কর্মশালা অনুষ্ঠিত

মেডিকেল ভর্তির নীতিমালা প্রকাশ, সেকেন্ড টাইমে কাটা যাবে ৩ ও ৬ নম্বর

ঢাবি ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটায় শুধু সন্তানরা সুযোগ পাবেন, নাতি-নাতনিরা নয়

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি

‘ইন্টারন্যাশনাল রোভার চ্যালেঞ্জ ২০২৫’ এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ভারত যাচ্ছে রুয়েটের ‘টিম অগ্রদূত’

১০

পিঠাপুলি ও নাচে-গানে কুবিতে হেমন্ত উৎসব

১১

বিদেশি শিক্ষার্থীদের মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

১২

আওয়ামী দুঃশাসনে হওয়া এমপি-মন্ত্রীদের সব সম্পদ বাজেয়াপ্তের দাবি ১৯ ছাত্র সংগঠনের

১৩

টাকা-সার্টিফিকেট-ল্যাপটপ সব লুট হয়ে গেছে : মোল্লা কলেজের অধ্যক্ষ

১৪

পুলিশের দুর্বলতা ছিল বলেই মোল্লা কলেজের ঘটনাটি সংঘর্ষের দিকে গেছে: উপদেষ্টা নাহিদ

১৫

ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালে প্রবেশে নিষেধ

১৬

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য হিসেবে আরও ৪৫ জনকে অন্তর্ভুক্ত

১৭

অহিংস গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলমকে গ্রেফতার করেছে সিটিটিসি

১৮

ছাত্রলীগকে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করতে বললেন ওসি

১৯

নিয়োগ দিচ্ছে নিটোল মটরস, কর্মস্থল ঢাকা

২০