কুবি প্রতিনিধি: ডিবেট ফর ডেমোক্রেসি কর্তৃক আয়োজিত এটিএন বাংলা জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। বিতর্কের বিষয়বস্তু ছিল ‘দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি কমাতে সরকারের কোনো ঘাটতি নেই।’
শনিবার (৯মার্চ) এফডিসিতে এই ছায়া সংসদ বিতর্কটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান।
সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমক্রসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
প্রতিযোগিতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি পক্ষ দল হিসেবে অংশগ্রহণ করে। প্রতিপক্ষ হিসেবে ছিল গ্রীন ইউনিভার্সিটি।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি জান্নাতুল ফেরদৌস বলেন, ‘কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি শুরু থেকে বিতর্কের মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। আমাদের অর্জন খুব বেশি না হলেও অর্জনের ধারাবাহিকতা তৈরি হয়েছে। অগ্রজ বিতার্কিকরা অনেক কাঠখড় পুড়িয়ে সংগঠন দাঁড় করিয়েছে, তাদের পরিশ্রমের ফলাফল এখন পাচ্ছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিকভাবে পরিচিত করতে সিওইউডিএস সামনেও কাজ করে যাবে।’
এসআই/
মন্তব্য করুন