কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গুচ্ছ ‘বি’ ইউনিটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (৩ মে) সকাল ১১টায় এ পরিক্ষা শুরু হয়। চলবে ১২টা অব্দি।
বিশ্ববিদ্যালয় ও সরকারি টিচার্স ট্রেনিং কলেজ এ দুটি কেন্দ্রে অংশ নিচ্ছে চার হাজার ২৯২ জন শিক্ষার্থী।
কেন্দ্রগুলো পরিদর্শন করে দেখা যায়, শিক্ষার্থী ও অভিভাবকদের উপচে পড়া ভীড়। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাড়াও গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে ভর্তিচ্ছুদের সহায়তায় কাজ করছে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন বিএনসিসি, রোভার স্কাউট এবং শাখা ছাত্রলীগ ও বিভিন্ন আঞ্চলিক সংগঠন।
‘বি’ ইউনিটের ভর্তি পরিক্ষা কমিটির আহবায়ক সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, ‘সবকিছুই সুষ্ঠুভাবে হচ্ছে। প্রশ্নপত্র সমস্ত কেন্দ্রে পৌঁছে গেছে।’
এসআই/
মন্তব্য করুন