শাবিপ্রবি প্রতিনিধি: সমন্বিত গুচ্ছভুক্ত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রে উপস্থিতির হার ৯৩.৭৩ শতাংশ।
শুক্রবার (৩ মে) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শাবিপ্রবি ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. আবু সাঈদ আরফিন খাঁন বলেন, শাবিপ্রবি কেন্দ্রে ‘বি’ ইউনিটে মোট ২৪০৯ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার কেন্দ্র হিসেবে আবেদন করেলেও পরীক্ষায় উপস্থিত ছিলো ২ হাজার ২৫৮ জন এবং অনুপস্থিত ছিলেন ১৫১ জন। মোট পরীক্ষার্থীর ৯৩.৭৩ শতাংশ উপস্থিত ছিলেন।
ভর্তি কমিটি সূত্রে জানা যায়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২৪টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট ৩ লাখ ৫ হাজার ৩৪৬টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে বিজ্ঞান অনুষদের ‘ক’ ইউনিটে ১ লাখ ৭০ হাজার ৫৯৯টি, মানবিক অনুষদের ‘বি’ ইউনিটে ৯৪ হাজার ৬৩১টি এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ‘সি’ ইউনিটে ৪০ হাজার ১১৬টি আবেদন জমা পড়েছে।
উলেখ্য, ”সি” ইউনিট (বাণিজ্য বিভাগ) পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ মে শুক্রবার।
এসআই/
মন্তব্য করুন