নোবিপ্রবি প্রতিনিধি : সারাদেশে বয়ে যাওয়া তীব্র তাপদাহ সহনশীল পর্যায়ে আসায় ৭ মে থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্লাস ও পরীক্ষা যথারীতি সশরীরে অনুষ্ঠিত হবে।
সোমবার (৬ মে) নোবিপ্রবির রেজিস্ট্রার দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশের উপর দিয়ে চলমান তীব্র তাপদাহ (হিট ওয়েভ) সহনশীল পর্যায়ে আসায় আগামী ৭ মে মঙ্গলবার থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাসমূহ যথারীতি সশরীরে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য এর আগে গত ২৭ এপ্রিল চলমান তাপপ্রবাহের কারণে অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাস ও সশরীরে পরিক্ষার সিদ্ধান্ত নিয়েছিল নোবিপ্রবি প্রশাসন।
এএকে/
মন্তব্য করুন