ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. রহমত উল্লাহকে উচ্চ আদালতের নির্দেশে ডিন পদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৭ মে মঙ্গলবার উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত হয়। সিন্ডিকেটের একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা জানান, তাকে একাডেমিক ও প্রশাসনিক কাজে পুনর্বহাল করার জন্য আপিল বিভাগ আদেশ দিয়েছেন।
এর আগে ২০২২ সালের ১৭ এপ্রিল মুজিবনগর দিবসে বিশ্ববিদ্যালয় আয়োজিত এক আলোচনা সভায় খন্দকার মোশতাকের প্রতি শ্রদ্ধা জানানোর অভিযোগে, অধ্যাপক ড. রহমত উল্লাহকে সিন্ডিকেটের এক জরুরি সভায় সব একাডেমিক ও প্রশাসনিক কাজ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হয়।
আরএন/
মন্তব্য করুন