এডুকেশন টাইমস
১০ মে ২০২৪, ৫:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হুমায়ূন রশীদ চৌধুরী-ট্যুরিস্ট ক্লাব সাস্ট স্কলারশিপের আবেদনের সময়সীমা বৃদ্ধি

ছবি: সংগৃহীত

শাবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভ্রমণ বিষয়ক সংগঠন ‘ট্যুরিস্ট ক্লাব সাস্ট’র ২৯বছর পূর্তি ও ৩০ বছরে পদার্পন উপলক্ষ্যে চালুকৃত ‘হুমায়ূন রশীদ চৌধুরী-ট্যুরিস্ট ক্লাব সাস্ট স্কলারশিপ প্রোগ্রাম-২০২৪’ এ আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এতে ২০মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১ম থেকে ৩য় বর্ষের অসচ্ছল ও মেধাবী যেকোনো শিক্ষার্থী আবেদন করতে পারবে।

শুক্রবার (১০ মে) সকালে সংগঠনের সভাপতি শোয়াইব মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনকারীদের মধ্য থেকে বাছাইকৃত তিনজন শিক্ষার্থীকে এ মেধা বৃত্তি প্রদান করা হবে। এতে মাসে দুই হাজার করে জনপ্রতি ২৪ হাজার টাকা পাবেন। আবেদন করতে আগ্রহী শিক্ষার্থীদের ট্যুরিস্ট ক্লাব সাস্ট এর ওয়েবসাইট (http://tcsust.org/) থেকে ফর্ম ডাউনলোড করে তা ফিলআপ করে যথাযথ কাগজপত্র সহ আগামী ২০শে মে এর মধ্যে আবেদনপত্র ক্লাবের ওয়েবসাইটে জমা দিতে হবে।

বৃত্তির নামকরণ নিয়ে ট্যুরিস্ট ক্লাব সাস্ট জানায়, সিলেটের কৃতী সন্তান হুমায়ুন রশিদ চৌধুরী ছিলেন বাংলাদেশের জাতীয় সংসদের তৎকালীন স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী। তিনি ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করেন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে বাংলাদেশ সরকার তাকে স্বাধীনতা পদক প্রদান করে। এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রতিষ্ঠার ক্ষেত্রে তার অবদান ছিল অনস্বীকার্য। তাই এই বৃত্তিটি উনাকে উৎসর্গ করে নামকরণ করা হয়েছে।

উল্লেখ্য, ট্যুরিস্ট ক্লাব সাস্ট ১৯৯৫ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ভিত্তিক সর্বপ্রথম ভ্রমণ বিষয়ক সংগঠন। পথচলার ২৯ বছরে শিক্ষার্থীদের জন্য আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক ভ্রমণের আয়োজন করার পাশাপাশি ক্যাম্পাস ভিত্তিক শিক্ষার্থীদের মান উন্নয়ন, আনন্দদায়ক ও শিক্ষণীয় বিভিন্ন কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রয়েছে সংগঠনটির।

এএআর/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিওয়াইবি জবি শাখার নেতৃত্বে ইস্রাফিল ও লাভলু

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে বাংলাদেশে ২য় স্থানে চবি

কুবিতে সিওইউ সাইক্লিস্টের নতুন নেতৃত্বে মামুন- রাকিন

শিক্ষা ও গবেষণায় সৌদি ফাউন্ডেশনের বৃত্তি, দেবে ৬০ লক্ষাধিক টাকা

ক্যান্টিনের খাবারের দাম এবং মান নিয়ে অস্বস্তিতে বুটেক্স শিক্ষার্থীরা

শাবিতে মাস্টারমাইন্ড ২.০ শীর্ষক ‘ন্যাশনাল কেস কম্পিটিশন’ উদ্বোধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় পাটাতনের নেতৃত্বে মাসুম-সায়েম

শাবিতে গণহত্যায় অর্জিত স্বাধীনতা শীর্ষক চিত্র প্রদর্শনী

এডিবি থেকে ৪০ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

বিশ্বের ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

১০

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে বিকাশ

১১

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন পাকিস্তান সরকারের

১২

গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন: শফিকুল আলম 

১৩

৪৬ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়: প্রাপ্তি, প্রত্যাশা ও সংকট

১৪

বাকৃবির ফজলুল হক হলে তিন দিনের ফিস্টে উৎসবের আমেজ

১৫

জুরাইনে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ, ট্রেন চলাচল বন্ধ 

১৬

জানা গেলো পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলাচলের তারিখ

১৭

অভিজ্ঞতা ছাড়াই ২৫০০০—৩০০০০ বেতনে চাকরি আরএফএল গ্রুপে, দেবে ভ্রমণ ভাতাসহ নানান সুবিধাও

১৮

নিয়োগ দিচ্ছে বিএসআরএম গ্রুপ

১৯

যে কারণে ভারতে করিমগঞ্জের নাম বদলে শ্রী-ভূমি রাখা হলো

২০