বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সার্বজনীন পেনশন স্কিমের আওতা থেকে বিশ্ববিদ্যালয়ের নাম প্রত্যাহারের দাবিতে মৌনমিছিল ও কালো ব্যাজ ধারণ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
মঙ্গলবার (১৪ মে) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মিডিয়া চত্বর থেকে সমিতির শিক্ষকরা এই মৌনমিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধাব প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শেখ রাসেল মিডিয়া চত্বরে এসে শেষ হয়।
পরে বেরোবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. বিজন মোহন চাকী এবং সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মন্ডল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সার্বজনীন পেনশন ব্যবস্থাপনার আওতাভুক্ত করার সমালোচনা করে বলেন, আগামী ১ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদানকৃতদের যে সার্বজনীন পেনশন ব্যবস্থাপনার আওতাভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, তা বৈষম্যমূলক। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের মূল চেতনার সঙ্গেও সাংঘর্ষিক। এ সময় শিক্ষকরা এ ব্যবস্থা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষাদর্শনের চেতনাকে অবজ্ঞা করছে বলেও দাবি করেন।
বক্তারা আরও বলেন, প্রত্যয় স্কিমটি নামে সার্বজনীন হলেও আদতে সার্বজনীন নয়। সরকারের তিনটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান: সামরিক ও বেসামরিক আমলাতন্ত্র এবং বিচার বিভাগকে এ প্রক্রিয়ার বাইরে রেখে একে সার্বজনীন বলার সুযোগ নেই বলে জানান তাঁরা।
এ সময় সেখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি আসিফ আল মতিন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হারুন-আল রশীদ, যুগ্ম-সম্পাদক মো. সাজ্জাদ হোসেন পাটোয়ারী, কার্যকরী সদস্য ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. শরিফুল ইসলাম প্রমুখসহ সাধারণ শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আরএন/
মন্তব্য করুন