বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ আবহমান গ্রামবাংলা থেকে হারিয়ে যাচ্ছে ঘুড়ি উৎসব। সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে এনে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) অনুষ্ঠিত হলো ঘুড়ি উৎসব।
বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে স্থাপত্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয় ঘুড়ি উৎসব।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকসহ এলাকার অনেকে এই উৎসবে অংশগ্রহণ করেন। প্রচণ্ড গরম উপেক্ষা করে সবাই মেতে উঠেছিলেন ঘুড়ি উৎসবে।প্রতিযোগীরা বিভিন্ন আকার, আকৃতি ও রঙ-বেরঙের ঘুড়ি নিয়ে এই উৎসবে অংশ নেন। নানা আকৃতির ঘুড়ির মধ্যে ছিলো মাছ, ঈগল, প্রজাপতি, লেজযুক্ত ঘুড়ি।
বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী ইনশিরা ইশতাক বলেন, “ঘুড়ি ওড়ানোর প্রতি মানুষের যে এখনো এতো টান আছে তা এই উৎসবে না আসলে বুঝতে পারতাম না”।
এএকে/
মন্তব্য করুন