চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন থেকে বস্তাবন্দি এক নবজাতকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
গতকাল শুক্রবার (২৪ মে) চবি স্টেশন থেকে রাত সাড়ে নয়টায় ছেড়ে আসা শাটল ট্রেন নগরীর বটতলী স্টেশনে এসে পৌছালে সেখান থেকে লাশটি উদ্ধার করা হয়।
শাটল ট্রেনে থাকা শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, শাটল ট্রেন ষোলশহর স্টেশনে এসে থামলে একজন মহিলা বস্তাটি ট্রেনের বগিতে রেখে নেমে যান। পরে বগিতে থাকা শিক্ষার্থীরা বুঝতে পারেন যে বস্তার ভেতর একটি নবজাতক রয়েছে। পরে শাটল ট্রেন বটতলী স্টেশনে এসে থামলে রেলওয়ে পুলিশকে সে ব্যাপারে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহিদুল ইসলাম বলেন, গতকাল রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন থেকে আমরা মৃত অবস্থায় একটি নবজাতক উদ্ধার করি। এ নিয়ে আমরা একটি অপমৃত্যু মামলা নিয়েছি। আমরা জড়িত কাউকে এখনও চিহ্নিত করতে পারিনি তবে তদন্ত চলমান রয়েছে।
আরএন/
মন্তব্য করুন