বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১০ শিক্ষক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তবে তারা সবাই বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
সোমবার (২৭ মে) সকালে ত্রিশাল উপজেলার কানহর বাজার এলাকায় শিক্ষকদের বহনকারী মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে তারা আহত হন।
অধ্যাপক সাইদুর রহমান বলেন, সকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার একটি মাইক্রোবাসে করে ঢাকার একটি অনুষ্ঠানে যোগদানের জন্য যাচ্ছিলেন বাকৃবির কৃষি অনুষদের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. স্বপন কুমার পাল, একই অনুষদের কীটতত্ত্ব বিভাগের শিক্ষক ড. কৃষ্ণা রাণী দাস, ভেটেরিনারি অনুষদের অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নাজমুল হাসান সিদ্দিকী, ড. মোর্শেদা নাসরীনসহ ১০ শিক্ষক।
তিনি আরও বলেন, মাইক্রোবাসটি ত্রিশাল উপজেলার কানহর বাজারের কাছে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। তবে দুর্ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শিক্ষকরা সবাই আশঙ্কামুক্ত। কিন্তু মাইক্রোবাসচালকের ডান পা ফ্র্যাকচার হয়ে গেছে। কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগের শিক্ষক কৃষ্ণা রাণী দাস নাকে আঘাত পেয়েছেন। তারা দুজনই ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন।
আরএন/
মন্তব্য করুন