খুবি প্রতিনিধি: ঘূর্ণিঝড় রেমাল এর কারণে পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলন করছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (২৭ মে) রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে এ আন্দোলন শুরু হয়। এ সময় শিক্ষার্থীরা ঘূর্ণিঝড় রেমালের কারণে পরীক্ষা স্থগিত করে সময়সূচি পুনঃনির্ধারণের দাবি জানান।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ঘূর্ণিঝড়ের কারণে বিশ্ববিদ্যালয়ের হলে এবং বাহিরে কোথাও বিদ্যুৎ ছিলো না। গতকাল থেকে মোবাইল-ল্যাপটপে চার্জ নাই। হলরোডের অনেক বাসায় পানি উঠেছে প্রবল ঝড়বৃষ্টির মাঝে কেউ পড়াশোনা করতে পারে নাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা বড় অংশ বাগেরহাট-সাতক্ষীরা অঞ্চলের, সেখানে তাদের বাড়িঘর, পরিবার পরিজন পানিতে ডুবে আছে। এতে অনেক শিক্ষার্থী মানসিক চাপে আছে। এই অবস্থায় তাদের পক্ষে পরীক্ষা দেওয়া সম্ভব না।
তারা আরও বলেন, শুধুমাত্র ঝড়ের দিন পরীক্ষা বন্ধ থাকবে কিন্তু ঝড়ের পরের দিন বড় একটা ক্ষতি হয়ে যাওয়ার পরই পরীক্ষা নেওয়া খুবই অযৌক্তিক। এই প্রতিকূল পরিবেশ বিবেচনা করে আইন ডিসিপ্লিনের পরীক্ষা স্থগিত করলে তাদের চাপ সৃষ্টি করে পরীক্ষা নিতে বাধ্য করে। এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এর আগে সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর খান গোলাম কুদ্দুস বলেন, আগামীকাল পরীক্ষার সময়সূচি অনুযায়ী পরীক্ষা হবে। আজকে যেহেতু ১০ নম্বর মহাবিপদ সংকেত ছিলো বিধায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো। আগামীকাল আবহাওয়ার পূর্বাভাস ভালো রয়েছে তাই পরীক্ষার ডেট যেভাবে আছে সেভাবেই হবে, এটা নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এসআই/
মন্তব্য করুন