এডুকেশন টাইমস
৩ জুন ২০২৪, ১:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মন চাইলে অফিস করেন ববি কর্মকর্তা!

ববি প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক সেলিনা বেগমের বিরুদ্ধে নিয়ম অমান্য করে নিজের খেয়াল-খুশি মত অফিস করার অভিযোগ উঠেছে। মন চাইলে অফিস করেন, না চাইলে অফিস করেন না তিনি। মাসের পর মাস এভাবেই চলছেন তিনি।

রোববার (২ জুন) সকাল ১০টায় সরেজমিনে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরে গিয়ে খালি পড়ে থাকতে দেখা যায় সহকারী পরিচালক সেলিনা বেগমের চেয়ারটি। পরে আবার বেলা ২টার সময় গিয়েও তার চেয়ারটি খালিই পড়ে থাকতে দেখা যায়।
এর আগে গত ২৮ মে বেলা ১২টায় দপ্তরটিতে গিয়েও একই চিত্র দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের অফিস সকাল ৯টায় শুরু হলেও দুপুর ১২টায়ও হাজির হননি তিনি।

দপ্তর সূত্রে জানা যায়, সহকারী পরিচালক সেলিনা বেগম অফিসই করেন না। কালেভদ্রে সপ্তাহে একবার অফিস যা করেন তাও তার নিজের খেয়াল খুশিমতো। বেলা ১২টা, ১টা এমনকি বেলা ৩টার সময়ও তিনি অফিসে আসেন। মে মাসের ১৫ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত দপ্তরটির হাজিরা খাতায় স্বাক্ষর নেই তার।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বছরের পর বছর এভাবেই অফিস না করেই পার পেয়ে যাচ্ছেন সহকারী পরিচালক সেলিনা বেগম। সাম্প্রতিক তিনি পদন্নোতি নিয়ে দপ্তরের উপ-পরিচালক হওয়ার জন্যও আবেদন করেছেন। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের প্রভাবশালী একটি গ্রুপের সাথে সেলিনার ভালো সম্পর্ক থাকায় তার বিরুদ্ধে কেউ কিছু বলেন না। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাই গ্রহণ করেননি।

নিয়মিত অফিস না করার ব্যাপারে ফোনে যোগাযোগ করা হলে সেলিনা বেগম, ‘এটা আমার অফিসের ব্যাপার। এই বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে চাচ্ছি না’ বলেই ফোন কেটে দেন।

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক সৈয়দ আশিক-ই-ইলাহী বলেন, সহকারী পরিচালকের অফিস না করার বিষয়টি আমার নজরেও এসেছে। এই বিষয়ে আমি কর্তৃপক্ষকে অবহিত করবো।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম বলেন, দপ্তর থেকে আমাদেরকে বিষয়টি অবগত করা হলে, বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরএন/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিওয়াইবি জবি শাখার নেতৃত্বে ইস্রাফিল ও লাভলু

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে বাংলাদেশে ২য় স্থানে চবি

কুবিতে সিওইউ সাইক্লিস্টের নতুন নেতৃত্বে মামুন- রাকিন

শিক্ষা ও গবেষণায় সৌদি ফাউন্ডেশনের বৃত্তি, দেবে ৬০ লক্ষাধিক টাকা

ক্যান্টিনের খাবারের দাম এবং মান নিয়ে অস্বস্তিতে বুটেক্স শিক্ষার্থীরা

শাবিতে মাস্টারমাইন্ড ২.০ শীর্ষক ‘ন্যাশনাল কেস কম্পিটিশন’ উদ্বোধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় পাটাতনের নেতৃত্বে মাসুম-সায়েম

শাবিতে গণহত্যায় অর্জিত স্বাধীনতা শীর্ষক চিত্র প্রদর্শনী

এডিবি থেকে ৪০ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

বিশ্বের ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

১০

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে বিকাশ

১১

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন পাকিস্তান সরকারের

১২

গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন: শফিকুল আলম 

১৩

৪৬ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়: প্রাপ্তি, প্রত্যাশা ও সংকট

১৪

বাকৃবির ফজলুল হক হলে তিন দিনের ফিস্টে উৎসবের আমেজ

১৫

জুরাইনে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ, ট্রেন চলাচল বন্ধ 

১৬

জানা গেলো পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলাচলের তারিখ

১৭

অভিজ্ঞতা ছাড়াই ২৫০০০—৩০০০০ বেতনে চাকরি আরএফএল গ্রুপে, দেবে ভ্রমণ ভাতাসহ নানান সুবিধাও

১৮

নিয়োগ দিচ্ছে বিএসআরএম গ্রুপ

১৯

যে কারণে ভারতে করিমগঞ্জের নাম বদলে শ্রী-ভূমি রাখা হলো

২০