এডুকেশন টাইমস
১১ মার্চ ২০২৪, ১১:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

‘প্রধানমন্ত্রীর নির্দেশনায়’ শাবি ক্যাম্পাসে ইফতারে প্রশাসনের না; সমালোচনায় শিক্ষার্থীরা

সাগর শুভ্র, শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসের অভ্যন্তরে সকল ধরণের ইফতার মাহফিল আয়োজন না করার বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমন সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা করছেন সাবেক-বর্তমান শিক্ষার্থীরা।

সোমবার (১১ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফজলুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেন। সেখানে বলা হয়, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে এ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে আসন্ন রমজান মাসে ক্যাম্পাসে ইফতার পার্টির আয়োজন না করার জন্য অনুরোধ জানানো হলো।’

গত বুধবার আসন্ন রোজায় সরকারিভাবে বড় ধরনের ইফতার পার্টি আয়োজন না করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেসরকারীভাবেও বড় ধরণের আয়োজনকে নিরুৎসাহীত করেছেন তিনি।

প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে বন ও পরিবেশ বিদ্যা বিভাগের শিক্ষার্থী তীর্থ চন্দ্র দাস বলেন, ‘সরকারি কোষাগারের অপচয় কমাতে মাননীয় প্রধানমন্ত্রী সরকারিভাবে বড় ধরণের ইফতারের আয়োজন করতে নিষেধ করেছেন। তবে এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘ঢালাওভাবে’ ইফতার এর আয়োজন না করার যে সিদ্ধান্ত নিয়েছে তা যৌক্তিক নয়। রমজান মাসকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ক্লাব, আঞ্চলিক সংগঠন ধর্মীয় ভেদাভেদ ভুলে সম্মিলিত সহযোগীতায় ইফতারের আয়োজন করে থাকে।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তের সমালোচনায় করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন তুলছেন শিক্ষার্থীরা।

ফেসবুকে কয়েকজন লিখছেন, ‘একটি ভিন্নরকম সিদ্ধান্তের কারণে আমাদের শাবিপ্রবি ক্যাম্পাসে ইফতার মাহফিলের মতো সুন্দর একটা প্রোগ্রামটাকে বন্ধ করতে সামাজিক-ধর্মীয় সংস্কৃতি বন্ধ করতে যাবেন না। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সরকারি কোষাগার থেকে যেন এ রকম আয়োজন করা না হয়। এটাকে পুঁজি করে আপনারা সামাজিক, সাংস্কৃতিক, মানবিক, বিভাগ আঞ্চলিক ও ধর্মীয় সংগঠনগুলোর ইফতার বন্ধ করবেন না।’

বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কালচারাল প্রোগ্রাম, কনসার্ট, পূজা এগুলো আয়োজন হলে ইফতার আয়োজন কেন হবে না?- এ রকম নানা প্রশ্নও তুলছেন শিক্ষার্থীরা।

ক্যাম্পাসে ইফতারে কেন না? এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফজলুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। এর বাইরে আর কোনো ব্যাখ্যা আমার কাছে নেই।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমি এই নির্দেশনা বিষয়ে রেজিট্রারের সাথে আলাপ করবো।’

এ বিষয়ে উপচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন রমজানে বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের ইফতার পার্টির আয়োজন করা যাবে না। তবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে আয়োজন করার ক্ষেত্রে কর্তৃপক্ষের কোনো নিষেধাজ্ঞা কিংবা দায়ভার থাকবে না বলেও জানান তিনি।

এসআই/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিওয়াইবি জবি শাখার নেতৃত্বে ইস্রাফিল ও লাভলু

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে বাংলাদেশে ২য় স্থানে চবি

কুবিতে সিওইউ সাইক্লিস্টের নতুন নেতৃত্বে মামুন- রাকিন

শিক্ষা ও গবেষণায় সৌদি ফাউন্ডেশনের বৃত্তি, দেবে ৬০ লক্ষাধিক টাকা

ক্যান্টিনের খাবারের দাম এবং মান নিয়ে অস্বস্তিতে বুটেক্স শিক্ষার্থীরা

শাবিতে মাস্টারমাইন্ড ২.০ শীর্ষক ‘ন্যাশনাল কেস কম্পিটিশন’ উদ্বোধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় পাটাতনের নেতৃত্বে মাসুম-সায়েম

শাবিতে গণহত্যায় অর্জিত স্বাধীনতা শীর্ষক চিত্র প্রদর্শনী

এডিবি থেকে ৪০ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

বিশ্বের ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

১০

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে বিকাশ

১১

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন পাকিস্তান সরকারের

১২

গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন: শফিকুল আলম 

১৩

৪৬ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়: প্রাপ্তি, প্রত্যাশা ও সংকট

১৪

বাকৃবির ফজলুল হক হলে তিন দিনের ফিস্টে উৎসবের আমেজ

১৫

জুরাইনে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ, ট্রেন চলাচল বন্ধ 

১৬

জানা গেলো পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলাচলের তারিখ

১৭

অভিজ্ঞতা ছাড়াই ২৫০০০—৩০০০০ বেতনে চাকরি আরএফএল গ্রুপে, দেবে ভ্রমণ ভাতাসহ নানান সুবিধাও

১৮

নিয়োগ দিচ্ছে বিএসআরএম গ্রুপ

১৯

যে কারণে ভারতে করিমগঞ্জের নাম বদলে শ্রী-ভূমি রাখা হলো

২০