জাবি প্রতিনিধি:
‘দেশের বায়ু, দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি’- প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব (জেইউএসসি) কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
বুধবার (৫ জুন) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র এবং এর আশেপাশের বিভিন্ন জায়গায় ফলদ ও ঔষধি গাছ রোপন করা হয়। এ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীর এবং উপদেষ্টা অধ্যাপক কবিরুল বাশার।
এসময় উপস্থিত বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল মামুন বলেন, আমরা জানি, দেশের মূল আয়তনের অন্তত ২৫ ভাগ বনভূমি থাকতে হয়। কিন্তু দেশে তা আছে মাত্র ১৪ শতাংশের মতো। এই মুহূর্তে সারাদেশের প্রাণ-প্রকৃতি ও পরিবেশ বৃক্ষ রোপণের বিকল্প কিছু নেই। তাই আজকে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচী আরই প্রতিচ্ছবি।
বিজ্ঞান ক্লাবের উপদেষ্টা ও কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার বলেন, নব্বই দশকে ক্যাম্পাসের বিভিন্ন জায়গা মরুর মতো ছিল। আমরা উদ্যোগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপন করেছি। তারই ফলশ্রুতিতে আজকে আমাদের এই সবুজ ক্যাম্পাস।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বিজ্ঞান ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক আলমগীর কবীর বলেন, পড়াশোনা ও গবেষণার জন্য একদিকে যেমন জন্য গাছ কেটে ভবন তৈরী করা হচ্ছে, অন্যদিকে এই ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনও করা হচ্ছে। সায়েন্স ক্লাবের প্রতিবছরের এরকম কর্মসূচী প্রশংসনীয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি তাসনিমা তাশিন ও মোঃ রাজন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শাফায়েত জামিল, সাংগঠনিক সম্পাদক সাহাবুল হক, বৃক্ষরোপন কর্মসূচীর আহ্ববায়ক মাহমুদুল হাসান পাপন প্রমুখ।
আরএন/
মন্তব্য করুন