জাককানইবি প্রতিনিধি:
করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা। অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ এ স্লোগানকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে।
বুধবার (৫ জুন) বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে একটি র্যালি বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে শুরু হয়ে বিজ্ঞান ও কলাভবন প্রদক্ষিণ শেষে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।
কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। এছাড়াও উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান , প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি সহ উক্ত বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক এবং সাধারণ শিক্ষার্থীরা।
ড. সৌমিত্র শেখর বলেন, বিশ্ব পরিবেশকে রক্ষা করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত, কারণ পরিবেশ না বাঁচলে আমরা বাঁচবো না। এ ক্ষেত্রে আমাদের সকলের সচেতনতা খুবই জরুরী। তবে বিশ্বের ভারসাম্য রক্ষা করতে হলে শুধু চারা রোপন করলেই চলবে না, তাদের রক্ষণাবেক্ষণও করতে হবে।
তিনি আরো বলেন, আমরা লোক দেখানো কাজে বিশ্বাসী না। গত বছর আমরা বৃক্ষের চারা রোপণ করেছিলাম এবং যাতে চারাগুলো রক্ষিত হয় সেজন্য খুবই সুন্দর ভাবে বেষ্টনী দিয়েছিলাম। এ বছরেও আমরা প্রশাসনের পক্ষ থেকে বৃক্ষের চারা রোপণ করব।
প্রসঙ্গত, র্যালি এবং আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের অতিথিশালা ‘সেতুবন্ধ’ এর সামনে বৃক্ষের চারা রোপনের মাধ্যমে আজকের কর্মসূচির পরিসমাপ্তি ঘোষণা করেন অধ্যাপক ড. আতাউর রহমান।
আরএন/
মন্তব্য করুন