চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. আবু তাহেরের সাথে চিটাগং ইউনিভার্সিটি হিস্ট্রি ক্লাব’র নবগঠিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (১০ জুন) সকাল দশটায় নেতৃবৃন্দরা উপাচার্যের অফিস কক্ষে এ সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে চবি উপাচার্য নতুন গভর্নিং ও এক্সিকিউটিভ বোর্ড সদস্যদের শুভেচ্ছা জানান এবং বলেন।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তরুন ছাত্র-ছাত্রীদের দক্ষতা উন্নয়নে ও ইতিহাসকে সহজবোধ্যভাবে তরুণদের সামনে উপস্থাপনায় হিস্ট্রি ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও তিনি হিস্ট্রি ক্লাবের উন্নয়নে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন এবং উক্ত সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
উল্লেখ্য , ২৪ মে ২০২৪ চারুকলা অনুষদে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় আগামী এক বছরের জন্য হিস্ট্রি ক্লাব চিটাগং ইউনিভার্সিটির কার্যনির্বাহী কমিটি-২০২৪-২৫ ঘোষণা করা হয়। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব লাভ করেন, দর্শন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ইব্রাহিম আদহাম এবং সাধারণ সম্পাদক হিসেবে রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সাবিকুন নাহার দীপ্তি।
শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন হিস্ট্রি ক্লাবের সভাপতি ইব্রাহিম আদহাম, সাধারণ সম্পাদক সাবিকুন নাহার দীপ্তি, ফিন্যান্স হেড সানজিদা আক্তার মীম, রিসার্চ অ্যান্ড ডকুমেন্টেশন হেড নাজিফা মোস্তাফিজ ও অন্যান্য সদস্যবৃন্দ।
এসআই/
মন্তব্য করুন