এডুকেশন টাইমস ডেস্ক:
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (IUA) সম্প্রতি এমফিল এবং পিএইচডি ডিগ্রি চালুর উদ্যোগ নিয়েছে। বিশ্ববিদ্যালয়টির অ্যাকাডেমিক কাউন্সিলের ১৪তম সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টি গবেষণার প্রবিধান প্রণয়ন করেছে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রশীদ এই তথ্য জানান।
উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রশীদ জানান, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের ১৪তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে গত বছরের ২৩ জুলাই মাদরাসায় এমফিল-পিএইচডি ডিগ্রি চালুর প্রবিধান প্রণয়ন করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় জার্নাল প্রবিধান (নীতিমালা) ২০২৩ নামের প্রবিধানে গবেষণার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত রয়েছে। গবেষণার বিষয়গুলো হলো-কোরআন, তাফসির, হাদিস, ফিকহ, সিরাত, ইতিহাস, ইসলামি অর্থনীতি, ইসলামি রাষ্ট্রনীতি, আকাইদ, তাসাউফ, ইসলামি দর্শন ও ইসলাম।
উল্লেখ্য, ইসলাম ধর্মভিত্তিক কয়েক হাজার উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের তদারক করে থাকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়।
ইএইচ/
মন্তব্য করুন