শাবিপ্রবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার (১৫ জুন) জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।
সবার সুখ,শান্তি, সমৃদ্ধি, সুস্থতা ও মঙ্গল কামনা করে উপাচার্য বলেন, ঈদ সম্প্রীতি ও ভ্রাতৃত্বের গভীর শিক্ষা দেয়। এটি মানুষকে ঘৃণা ও সহিংসতা ত্যাগ করতে, সমতা, বন্ধুত্ব এবং ঐক্যের বন্ধনকে উৎসাহিত করে। ধনী-গরিব নির্বিশেষে এই উদযাপন সবার জন্য আনন্দ নিয়ে আসে।
উপাচার্য আরও উল্লেখ করেন, ঈদ-উল-আজহা মুসলিম সম্প্রদায়ের জন্য অন্যতম তাৎপর্যপূর্ণ ধর্মীয় উৎসব হিসেবে আমাদের মধ্যে প্রতি বছর উদযাপিত হয়। ঈদে প্রতিটি মানুষের জীবন অনাবিল আনন্দে ভরে উঠুক এই কামনা করেন তিনি। ত্যাগের মহৎ কর্মে উদ্বুদ্ধ হয়ে আত্মশুদ্ধির মধ্য দিয়ে ঈদ-উল-আজহা সবার জীবনে আনন্দ বয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ইএইচ/
মন্তব্য করুন