এডুকেশন টাইমস ডেস্ক:
জারিকৃত ‘প্রত্যয় স্কিম’ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপারগ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে আগামীকাল মঙ্গলবার (২৫ জুন) থেকে চারদিন ব্যাপী দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচি শুরু হচ্ছে।
সোমবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. মোঃ আখতারুল ইসলাম ও মহাসচিব ড. মোঃ নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে জানানো হয়, গত ১৩ই মার্চ ২০২৪ তারিখ জারিকৃত ‘প্রত্যয় স্কিম’ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপারগ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের দাবির বিষয়ে সংস্কারের কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
এমতাবস্থায়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন কর্তৃক পূর্ব-ঘোষিত কর্মসূচি বহাল থাকবে। বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিম্নোক্তভাবে কর্মসূচি পালনের অনুরোধ জানিয়ে বলা হয়-
১. আগামী ২৫, ২৬ ও ২৭শে জুন ২০২৪ অর্ধদিবস (সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত) কর্মবিরতি পালিত হবে। পরীক্ষাসমূহ কর্মবিরতির আওতামুক্ত থাকবে। উল্লেখিত তারিখসমূহে স্ব স্ব বিশ্ববিদ্যালয়ে শিক্ষকগণ দুপুর ১২টা হইতে দুপুর ১টা পর্যন্ত ১ ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করবেন।
২. ৩০শে জুন ২০২৪ পূর্ণদিবস কর্মবিরতি পালিত হবে (পরীক্ষাসমূহ কর্মবিরতির আওতামুক্ত থাকবে)।
৩. ১লা জুলাই ২০২৪ তারিখ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতি পালিত হবে (ক্লাস, পরীক্ষা, দাপ্তরিক কাজসহ সবকিছু বন্ধ থাকবে)।
উক্ত কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন থেকে শিক্ষকদের কাছে স্বতঃস্ফূর্ত সহযোগিতা প্রত্যাশা করা হয়।
ইএইচ/
মন্তব্য করুন