শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গণ-ইফতার কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। ক্যাম্পাসের অভ্যন্তরে কোনো ইফতার পার্টি না করার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই প্রতিবাদে শিক্ষার্থীদের এমন ইফতার কর্মসূচি।
মঙ্গলবার (১২ মার্চ ) পহেলা রমজান বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এলাকায় গণ-ইফতার কর্মসূচী পালন করে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় দলে দলে শিক্ষার্থীদের এই কর্মসূচীতে অংশগ্রহণ করতে দেখা যায়।
গণ-ইফতার কর্মসূচীতে অংশগ্রহণ করা মাহমুদুল নামের এক শিক্ষার্থী জানান, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ রকম যৌক্তিহীন সিদ্ধান্ত মুসলিম উম্মার অনুভূতিতে আঘাত করেছে। পাশাপাশি বাঙালির চিরাচরিত মুসলিম সংস্কৃতির উপর হস্তক্ষেপ করেছে। আমারা এই কর্মসূচির মাধ্যমে প্রশাসনকে সতর্ক করতে চাই ভবিষতে যেন এরকম কোনো সিদ্ধান্ত না নেয় যা মুসলিম জাতির ধর্মীয় অনুভূতিতে আঘাত করে।’
উল্লেখ্য, তীব্র সমালোচনার মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে। যেখান প্রশাসন বলে, বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক সহযোগীতা ছাড়া যে কেউ ইফতার মাহফিল করতে পারবে । সেখানে কোন বাধা থাকবে না।
এসআই/
মন্তব্য করুন